২০৩৫ সালের মধ্যে বিশ্বে ক্যানসার রোগীর সংখ্যা ২৪ মিলিয়ন ছাড়িয়ে যাবে(ডব্লিউএইচও)

ডেস্ক : বিশ্বে ক্যানসার মহামারী আকার ধারণ করতে পারে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করে, ২০৩৫ সালের মধ্যে বিশ্বে ক্যানসার রোগীর সংখ্যা ২৪ মিলিয়ন ছাড়িয়ে যাবে। তবে এর প্রায় অর্ধেক প্রতিরোধ করা সম্ভব।

ক্যানসার প্রতিরোধের বিষয়ে সংস্থাটি বলেছে, এর জন্য এখনই প্রয়োজন ধূমপান, মদপান ও মুটিয়ে যাওয়া রোধ করা।

প্রতিবছর ১৪ মিলিয়ন মানুষের ক্যানসার ধরা পড়ে জানিয়ে বিশ্ব ক্যানসার গবেষণা সংস্থা ধারণা করছে, ক্যানসারে আক্রান্ত হওয়ার সংখ্যা ২০২৫ সালে ১৯ মিলিয়নে এবং ২০৩৫ সালে এ সংখ্যা দাঁড়াবে ২৪ মিলিয়নে ।

‘বিশ্ব ক্যানসার রিপোর্ট ২০১৪’তে ক্যানসার আক্রান্ত হওয়ার জন্য ধূমপান, মুটিয়ে যাওয়া, অ্যালকোহল এবং কম কর্মক্ষমতা, সূর্য অথবা মেডিক্যাল স্ক্যানার থেকে নির্গত তেজস্ক্রিয় পদার্থ, বায়ুদূষণসহ আরো বেশকিছু কারণকে দায়ী করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp