বই মেলায় আজ যা থাকছে

ঢাকা : শুধু বই নিয়েই থেমে নেই প্রাণের গ্রন্থমেলার আয়োজন। প্রতিদিনই থাকছে নানা অনুষ্ঠান। রোববার সন্ধ্যায় মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরবিশেন করনে কণ্ঠশল্পিী দিল আফরোজ রবো, দিলরুবা খান, চন্দনা মজুমদার, মীনা বড়ুয়া, আবু বকর সিদ্দিকী, পাগলা বাবুল, মো. নূরুল ইসলাম, বিমান চন্দ্র বিশ্বাস, অনিমা মুক্তি গোমেজ, পল্লবী সরকার মালতী এবং এনামুল হক। যন্ত্রাণুষঙ্গে ছিলেন বেণু চক্রবর্তী (তবলা), হাসান আলী (বাঁশি), নির্মল কুমার দাস (দোতারা), নাজমুল আলম খান (মন্দিরা) এবং আবদুস সোবহান (ঢোল)।

সোমবার বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে মওলানা মোহাম্মদ আকরম খাঁ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন আবদুস সবুর খান। আলোচনায় অংশ নেবেন- মুহাম্মদ জাহাঙ্গীর, ফরিদ উদ্দীন মাসউদ, আমিনুর রহমান সুলতান, এএসএম বোরহান উদ্দীন।

সভাপতিত্ব করবেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। সন্ধ্যায় পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

Facebook
Twitter
WhatsApp