রাশিফল পড়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর!

ডেস্ক : প্রতিদিন খবরের কাগজে বা অন্য কোনোভাবে রাশিফল পড়ার অভ্যাস আমাদের অনেকেরই আছে। তবে অভ্যাসটি মোটেও ভাল নয়। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

শনিবার ভারত থেকে প্রকাশিত গণমাধ্যম ইন্ডিয়া টুডেতে এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলিনা এবং জন হপকিন্স ইউনিভার্সিটির একদল গবেষক তাদের দীর্ঘ গবেষণায় দেখেছেন, মানুষ যখন রাশিফলে খারাপ কোনো ফলাফল দেখেন তখন তারা মানসিক বিষণ্নতায় ভোগেন। এতে তাদের মানসিকভাবে অনেক সমস্যা পোহাতে হয়।

গবেষণায় দেখা গেছে, যখন একজন মানুষ ভাগ্য পরিবর্তনের জন্য প্রাণপণ চেষ্টা করেন তখন যদি শোনেন ভবিষ্যৎতে খারাপ কিছু অপেক্ষা করছে তাহলে তিনি প্রচেষ্টা ছেড়ে দেবেন। হয়তো এ কারণে তার জীবন ধ্বংস হয়ে যেতে পারে।

মানুষের জীবনে কখন কী হবে তা একমাত্র সৃষ্টিকর্তাই ভালো বলতে পারেন। এজন্য কারো দেয়া ভবিষ্যৎবাণী শুনে তা বোকার মতো বিশ্বাস করার প্রয়োজন নেই।

Facebook
Twitter
WhatsApp