জোত্যিশ সম্রাট-তন্ময় সাধু
প্রকৃতিগতভাবে আপনি: আবেগপ্রবণ উদ্যোগী সাহসী ও জঙ্গী। নিজের নীতি ও ধ্যান-ধারণার পক্ষে বলিষ্ঠ বক্তব্য রাখতে আপনার কোন সংকোচ নেই। আপনার বিতর্ক প্রিয়তা অনেক, বিরোধ, বাধা ও শত্রুতার জন্ম দিতে পারে। আপনার সাংগঠনিক ক্ষমতা রয়েছে। প্রতিদ্বন্দ্বীতায় ঝাঁপিয়ে পড়তে কোন দ্বিধা নেই। নিজের পথ নিজেই পরিষ্কার করে নিতে চান। ধৈর্য ও সংযমের অভাব আছে আপনার। সাফল্য ও শান্তির জন্য আপনাকে আরও কুশলী হতে হবে।
দ্বাদশ রাশির পূর্বাভাস
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর শরীর ভালো নাও যেতে পারে। যানবাহন ও যন্ত্রপাতির ব্যবহারে সতর্ক থাকুন। আজ দুর্ঘটনার শিকার হতে পারেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। গবেষণায় নিয়োজিতদের সাফল্য সম্ভাবনা আছে। আজ কোনো সুসংবাদ পেতে পারেন।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। অফিসে সহকর্মীদের সাথে মতবিরোধ সৃষ্টি হতে পারে। আর্থিক লেনদেন সতর্কতার সাথে করুন।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর কাজকর্মে খুব একটা উত্সাহ বোধ করবেন না। মন বসাতে না পারার জন্য কাজে ভুল করতে পারেন। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে মতবিরোধ দেখা দিতে পারে। ঝগড়া-ফ্যাসাদ এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন। কোনো মিটিং-মিছিলে আজ গেলেই ভালো করবেন। ফসল অথবা জায়গা জমি সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। যোগাযোগ শুভ।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি পারিবারিক পরিবেশ খুব একটা ভালো নাও থাকতে পারে। কোনো কারণে মন দুঃশ্চিন্তাগ্রস্ত হতে পারে। চাকরির ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন আসতে পারে। অন্যত্র বদলির সম্ভাবনা আছে। চিকিত্সকদের জন্য দিনটি শুভ। সাফল্য ও সুনাম বৃদ্ধির যোগ আছে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। উচ্চশিক্ষার অগ্রহীদের জন্য সুযোগ সৃষ্টি হতে পারে। উচ্চশিক্ষার্থে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সাফল্য বা অগ্রগতি আশা করতে পারেন। শিল্পী-সাহিত্যিকদের সুনাম ও সাফল্যের সম্ভাবনা আছে। আর্থিক দিক ভালো যাবে।
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল প্রণয়ে সতর্ক থাকার চেষ্টা করুন। কোনো ধরনের অপবাদ রটতে পারে। বিদ্যার্থীর জন্য দিনটি শুভ নয়। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। পরিশ্রমে সাফল্য আসবে। কোনো সূত্র থেকে অর্থাগমের সম্ভাবনা আছে।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে আইনী ঝামেলা সম্পর্কে সতর্ক থাকুন। অংশিদারী ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে। প্রাপ্তিযোগ আছে। ব্যয় সংকোচের চেষ্টা করুন। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রাপ্ততথ্যের উপর নির্ভর করতে পারেন।
মিথুন রাশি
২১ মে-২০ জুন দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। যৌথ ও অংশিদারী কারবারে সাফল্য আসতে পারে। অসমাপ্ত কাজ শেষ হওয়ার ফলে আর্থিক দিক ভালো যাবে। নতুন কোনো ব্যবসার সুযোগ সৃষ্টি হতে পারে। প্রবাস আনন্দদায়ক হতে পারে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই দুঃশ্চিন্তাগ্রস্ত থাকবে। পারিবারিক ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। চাকরিস্থলে সহকর্মীদের সাথে হূদ্যতা বজায় থাকবে। কোনো বিষয়ে কাউকে অকারণে সন্দেহ করা ঠিক হবে না। ধৈর্যের সাথে সব পরিস্থিতি মোকাবিলা করুন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট প্রতিযোগিতামূলক সাফল্য আসতে পারে। আজ মন ভালো থাকবে। বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হবে।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর শিল্পী-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। সাফল্য সুনাম পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। শরীরের ব্যাপারে কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। রোমান্স ও বিনোদন শুভ।