রাশিফল : আজ ২৬ মাঘ, ১৪২০ বঙ্গাব্দ এবং ৭ রবিউস সানি, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৪৮ মিনিটে এবং সূর্যাস্ত ৫-৫৩ মিনিটে। প্রকৃতিগতভাবে আপনি চিন্তাশীল ও সিরিয়াস। স্বতন্ত্র সত্তার অধিকারী। আপনার জীবনে সুযোগ ও বাধা আসবে অপ্রত্যাশিতভাবে। নিয়তি আপনাকে অনেক দায়িত্ব দিতে পারে। আপনি গোপন শত্রুতার স্বীকার হতে পারেন। বৈষয়িক সাফল্যের চেয়ে মানসিক সাফল্য পাবেন বেশি। আর্থিক সাফল্য ও ক্ষমতা দুইই আসতে পারে আপনার, তবে এই জন্য আপনাকে বড় মূল্য দিতে হতে পারে।
মেষ রাশি
দিনটি ব্যস্ততার মধ্যে কাটবে। কোনো কারণে মন দু:শ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। কোনো রাজনৈতিক কর্মকান্ডে জড়াতে পারেন। উদ্বেগ উত্কণ্ঠা বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ কোনো কাজে বাইরে যেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃষ রাশি
বেসরকারি চাকরিজীবীদের কর্ম পরিবেশ ভালো থাকতে পারে। বদলি বা পদোন্নতির সম্ভাবনা আছে। ব্যস্ততা বৃদ্ধি পাবে। দৈনন্দিন কাজের চাপে হিমশিম খাবেন। শত্রুপক্ষ ক্ষতি করার চেষ্টা করতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
মিথুন রাশি
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। কাজকর্মে অন্যের সহযোগিতা পাবেন। কোনো বিশিষ্ট ব্যক্তির সহযোগিতায় গুরুত্বপূর্ণ কোনো সমস্যার সমাধান করতে পারবেন। সরকারি চাকরিতে বদলির সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে বিশেষ কোনো সুযোগ আসতে পারে। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না।
কর্কট রাশি
ব্যবসায়িক দিক ভালো যাবে। মজুতদারী ব্যবসায় লাভবান হতে পারেন। সাংসারিক কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। প্রাপ্তি যোগা আছে। সঞ্চয় প্রচেষ্টা সফল নাও হতে পারে।
সিংহ রাশি
মানসিকভাবে কোনো কারণে অবসাদগ্রস্ত হতে পারেন। কোনো ধরনের মিথ্যা মামলায় জড়াতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে লাভযোগ আছে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারবেন। বিদ্যার্থীদের পড়াশোনায় অগ্রগতির সম্ভাবনা আছে।
কন্যা রাশি
আজ কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। নতুন বন্ধু লাভের যোগ আছে। যোগ্যতার যথাযথ মূল্যায়ন হতে পারে। চাকরিতে ভালো কোনো দপ্তরে বদলির সম্ভাবনা আছে। যাত্রা ও যোগাযোগ শুভ।
তুলা রাশি
কর্পোরেট সংস্থার কর্মচারীদের কর্মোন্নতির যোগ আছে। পিতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। নিজের শরীর খুব একটা ভালো নাও যেতে পারে। চাকরিতে পছন্দের যায়গায় বদলি আশা করতে পারেন। চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
বৃশ্চিক রাশি
পারিবারিক পরিবেশ ভালো যাবে না। সাংসারিক ঝামেলার জন্য দুঃশ্চিন্তা দেখা দিতে পারে। কোনো জিনিস হারানো যেতে পারে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। উচ্চতর পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য পেতে পারেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।
ধনু রাশি
পেশাজীবীদের জন্য দিনটি শুভ। চিকিত্সক ও শিক্ষকদের পেশাগত সাফল্য ও সম্মান বৃদ্ধি পেতে পারেন। জনহিতকর কাজে অংশ নিতে পারেন। দায়িত্ব বৃদ্ধি পাবে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। চঞ্চলতা পরিহার করতে পারলে ভালো করবেন।
মকর রাশি
মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন। সাংসারিক কাজকর্মে উত্তেজনার কোনো কারণ সৃষ্টি হতে পারে। কাজকর্মে সাফল্য বাধাগ্রস্ত হতে পারে। ব্যয় কিছুটা হরাস করা সম্ভব হতে পারে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। যোগাযোগ শুভ।
কুম্ভ রাশি
ঘনিষ্ঠ কোনো ব্যক্তির জন্য মন দুঃশ্চিন্তাগ্রস্ত হতে পারে। শিল্পীদের জন্য দিনটি শুভ। সঙ্গীত অথবা অভিনয় শিল্পীদের সাফল্য আনন্দদায়ক হতে পারে। মিথ্যা বদনাম সম্পর্কে সতর্ক থাকুন। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। ব্যয় সংকোচের চেষ্টা করুন।
মীন রাশি
বিদ্যার্থীদের জন্য সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। পড়াশোনায় অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। কোনো কারণে মন চঞ্চল হতে পারে। আর্থিক ব্যাপারে দুঃশ্চিন্তা দেখা দিতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে।