প্রকৃতিগতভাবে আপনি: মেধাবী ও সৃজনশীল। পরিবেশ ও পরিস্থিতির সাথে সহজে খাপ খাইয়ে নিতে পারেন। প্রাচুর্য ও দারিদ্র্যে সমান প্রতিক্রিয়া দেখাতে পারেন। অন্যদের চেয়ে যে কোন বিষয় সহজে রপ্ত করতে পারেন। আপনি দয়ালু ও অনুভূতিশীল। তবে আপনি বাস্তববাদী। যুক্তি ও বিচার ক্ষমতা প্রখর। মন ও রুচি পরিশালিত ও পরিমার্জিত। তবে নীতির প্রশ্নে আপনি আপসহীন ও দৃঢ়। কর্তব্যের তাগিদে অনেক ত্যাগ স্বীকার করতে হতে পারে আপনাকে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:উদ্ভাবক লুই লুমের, মুহাম্মদ সাদিক।
দ্বাদশ রাশির পূর্বাভাস
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর শিক্ষাবিদদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। আর্থিক দিক ভালো যাবে। কোন সূত্র থেকে অর্থপ্রাপ্তির যোগ আছে। সামাজিক ক্ষেত্রে প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধির সুযোগ পাবেন। সরকারি চাকরির বদলির সম্ভাবনা আছে। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। কর্মচারীদের উপর দায়িত্ব দিয়ে নির্ভর করা ঠিক হবে না। কর্মচারীদের কারণে ক্ষতিগ্রস্ত হবার আশংকা আছে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। সঞ্চয়ের প্রচেষ্টা সুফল নাও হতে পারে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোন কারণে মানসিক চাপে ভুগতে পারেন। অংশীদারি ব্যবসায় সতর্ক থাকলে ভালো করবেন। আজ খারাপ কোন সংবাদ পেতে পারেন। ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবিলা করুন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি ব্যবসায়িক দিক ভালো যাবে না। কোন ধরনের সমস্যা সৃষ্টির আশংকা আছে। কর্মচারীদের আচরণে ক্ষুব্ধ হতে পারেন। কারো উপর দায়িত্ব দিয়ে নির্ভর করা ঠিক হবে না। পেশাজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। চিকিত্সক ও আইনজীবীদের পেশাগত সাফল্য আসতে পারে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। দুশ্চিন্তার জন্য কোথাও বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ব্যবসায়িক ক্ষেত্রে কোন ধরনের অশান্তির সৃষ্টি হতে পারে। অংশীদারি ব্যবসায় মতবিরোধ এড়িয়ে চলুন। সরকারি কর্মকর্তাদের বদলির সম্ভাবনা আছে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। অর্থ নষ্ট হবার আশংকা আছে। আজ কোন মূল্যবান দ্রব্য হারাতে পারেন। কারো সাথে তর্কবিতর্কে প্রবিত্ত না হলেই ভালো করবেন। বিবাদে জড়াবার আশংকা আছে। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে জুয়া বা অন্য কোন কারণে অর্থ নষ্ট হবার আশংকা আছে। এইসব ব্যাপারে সামাজিক কলঙ্ক হতে পারে। কোনো ধরনের হঠকারিতা না করলেই ভালো করবেন। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। প্রাপ্ত তথ্য ভালো করে যাচাই করে নিন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। এ ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্ত থাকবেন। ব্যবসায়িক ক্ষেত্রে কিছু সমস্যার আশংকা আছে। সমস্যা হলেও সমাধান করা কঠিন হবে না। দৈনন্দিন কাজে সাফল্য পাবেন। ফলে মনোবল অক্ষুণ্ন থাকবে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই ব্যবসায়িক মন্দা কেটে যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। আজ কোন ঝুঁকি না নিলেই ভালো করবেন। কবি-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট পারিবারিক পরিবেশ খুব একটা ভালো নাও থাকতে পারে। নিজের দোষে কিছু সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। দাম্পত্য ভুল বুঝাবুঝির আশংকা আছে। বিচার বিভাগে নিয়োজিত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। কর্তৃপক্ষের প্রশংসা পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর কর্মপরিবেশ অনুকূল থাকবে। কাজকর্মে উত্সাহ পাবেন। অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। দুশ্চিন্তা হরাস পাবে। কর্তৃপক্ষের নীতিগত সিদ্ধান্তের জন্য কোন কাজ হাতছাড়া হয়ে যেতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।