প্রকৃতিগতভাবে আপনি:নিজস্ব মত ও পথে চলতে চান। প্রচলিত ধ্যান-ধারণার বাইরে গিয়ে নিজেকে গড়তে চান। নিজের মত প্রকাশ করার অদ্ভুত গুণ আছে আপনার। আপনি অনেকটা খেয়ালী। নিজের মতে আপনি দৃঢ়। কোন বাধাই সহজে টলাতে পারে না। অসাধারণ ও ব্যতিক্রমি বিষয়ের প্রতি সহজে আকৃষ্ট হবেন। অপ্রত্যাশিত ঘটনা ও বিচিত্র অভিজ্ঞতা আসবে আপনার জীবনে। বৈষয়িক সাফল্যের জন্য আপনাকে ধৈর্যশীল, কৌশলী ও বাস্তববাদী হতে হবে।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পাবে। তবে কেউ আজ আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। অধ্যাপনা বা শিক্ষকতা পেশায় জড়িতদের জন্য দিনটি শুভ। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। দুশ্চিন্তা পরিহার করার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। কর্মচারীদের উপর নির্ভর করা ঠিক হবে না। কর্মচারীদের কারণে কোনো সমস্যার উদ্ভব হতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মস্থলে পরিশ্রম বৃদ্ধি পাবে। আজ কিছু কাজ অসম্পূর্ণ থাকতে পারে। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি ব্যবসায়ীদের জন্য দিনটি খুব একটা শুভ নয়। কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। ধৈর্য ও সাহসিকতার সাথে মোকাবিলা করবেন। চিকিত্সক ও আইনজীবীদের জন্য দিনটি শুভ। পেশাগত সাফল্য ও সুনাম পেতে পারেন। প্রাপ্তিযোগ আছে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। যোগ্যতা ও বিশ্বস্ততার স্বীকৃত পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে পদোন্নতি যোগ আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। বিনিয়োগের কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন।
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল সমাজ সেবামূলক কাজে সম্পৃক্ত হতে পারেন। সামাজিক কাজে প্রশংসিত হওয়ার সম্ভাবনা আছে। রাজনীতিবিদদের জন্য সময় অনুকূল নাও থাকতে পারে। কোনো ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে। গৃহনির্মাণ কাজে আজ হাত না দিলেই ভালো করবেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে জুয়া বা ফটকাবাজীর সাথে জড়াবেন না। ঝুঁকিপূর্ণ কাজে অর্থ নষ্ট হতে পারে। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। কাউকে ধারকর্জ না দিলেই ভালো করবেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। দূরের যাত্রা শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন ব্যবসায়িক দিক ভালো যাবে। ওষুধের ব্যবসায়ে লাভবান হতে পারেন। তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। সহকর্মীদের সহযোগিতা পাবেন। শরীরের প্রতি যত্ন নিন।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই কবি-সাহিত্যিকদের দিনটি শুভ। সৃজনশীল কাজে সুফল পাবেন। গবেষকদের জন্যও কর্মপরিবেশ অনুকূল থাকবে। প্রভাববলয় বৃদ্ধি পাবে। ব্যবসায়িক মন্দা কেটে যাবে। লেনদেনে সতর্কতা অবলম্বন করলে ভালো করবেন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট আজ কাজকর্মে ভুল করতে পারেন। নিজের দোষে সুযোগ হাতছাড়া হতে পারে। সিদ্ধান্তহীনতায় ভোগা ঠিক হবে না। বিচার বিভাগে নিযুক্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। কাজকর্মের জন্য প্রশংসিত হতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল নাও থাকতে পারে।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর কাজকর্মে উত্সাহ-উদ্দীপনা বৃদ্ধি পাবে। আজ ঝুঁকিপূর্ণ কোনো সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না। অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। প্রত্যাশিত ব্যবসায়িক কাজ বাধাগ্রস্ত হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ বাড়ি-ঘর সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। আপনজনদের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। কিছু অর্থ নষ্ট হওয়ার আশঙ্কা আছে। তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। প্রয়োজনে কোনো মুরুব্বির পরামর্শ নিন।