আজকের রাশিফল ৩ ডিসেম্বর, ২০১৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

রাশিফল ডেস্ক :

আজ ১৯ অগ্রহায়ণ, ১৪২০ বঙ্গাব্দ এবং ২৮ মহররম, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৩৫ মিনিটে এবং সূর্যাস্ত ৫-১৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির .

প্রকৃতিগতভাবে আপনি:আত্মবিশ্বাসী ও উচ্চাভিলাষী। সাংগঠনিক ও প্রশাসনিক গুণাবলী রয়েছে আপনার। নিজে নিয়মশৃংখলা পছন্দ করেন, কাজে মেতে থাকতে চান। তাই অন্যদের সহজে উদ্বুদ্ধ করতে পারেন। যে কারও সামনে নিজের মত বলিষ্ঠভাবে তুলে ধরতে পারেন। সেই সাথে প্রয়োগ করতে পারেন লেখনী শক্তি। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতিও রয়েছে আপনার অনুরাগ। জীবনে পেশাগত ও সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য লাভ করতে পারেন। তবে বেশ শক্তিশালী বৈরিতারও সম্মুখীন হতে পারেন আপনি।

মেষ রাশি

শরীর ভালো নাও যেতে পারে। স্বাস্থ্যের প্রতি যত্নশীল হউন। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কাজকর্মে পারদর্শিতা দেখাতে পারবেন। কিছু সুযোগ আসতে পারে। সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন।

বৃষ রাশি

কর্মোপলক্ষে বাইরে যেতে পারেন। প্রবাস আনন্দদায়ক হতে পারে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। রাজনীতিকদের জন্য সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। আজ কোনো ঝুঁকি নেবেন না।

মিথুন রাশি

 চাকরিজীবীদের কর্ম পরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। সম্ভাব্য ক্ষেত্রে পদোন্নতির যোগ আছে। বেকারদের কারো কারো বিদেশ যাত্রার সুযোগ হতে পারে। স্থাবর সম্পত্তি লাভের যোগ আছে। কোনো বিশিষ্ট ব্যক্তির সাথে হূদ্যতার সৃষ্টি হতে পারে।

কর্কট রাশি

জলপথে চলাচলে কোনো বিপদ হতে পারে। বিশেষ কোনো যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। আজ কারো সাথে রূঢ় আচরণ না করলেই ভালো করবেন। কেউ আজ আপনার ব্যবহারে মনোক্ষুণ্ন হতে পারেন। শত্রুরা আজ চেষ্টা করলে কোনো ক্ষতি করতে পারবে না। দূরের যাত্রা শুভ নয়।

সিংহ রাশি

আজ ব্যবসায়িক দিক ভালো নাও যেতে পারে। ব্যবসায়িক বাধা অপসারণে কৌশলী হওয়ার চেষ্টা করুন। রাজনীতিবিদদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। জনগণের আস্থাভাজন হওয়ার চেষ্টা করুন। বিরোধীপক্ষ সমালোচনায় মুখর হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।

কন্যা রাশি

 ভ্রাতৃবিরোধের আশঙ্কা আছে। ধৈর্য ও বুদ্ধিমত্তা দিয়ে পরিহার করার চেষ্টা করুন। হারানো সম্পত্তি ফিরে পেতে পারেন। পারিপার্শ্বিক কারণে মন ভালো নাও থাকতে পারে। ন্যায্য পাওনা বুঝে নেয়ার চেষ্টা করুন। রোমান্স ও বিনোদন শুভ।

তুলা রাশি

উপার্জনের ব্যাপারে কেউ আজ সহযোগিতা করতে পারে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে। কোনো ঘটনা আজ আপনাকে বিচলিত করতে পারে। আপনজনদের কারো সাফল্যে আনন্দ বোধ করবেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। যাত্রা ও যোগাযোগ শুভ।

বৃশ্চিক রাশি

কর্ম পরিবেশ ভালো থাকবে। প্রাপ্ততথ্যের উপর নির্ভর করতে পারেন। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে। যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে উপস্থিত বুদ্ধি সহায়ক হতে পারে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। তর্ক-বিতর্কে না জড়ালেই ভালো করবেন।

ধনু রাশি

আজ সিদ্ধান্ত হীনতায় ভুগতে পারেন। কোনো সুযোগ হাত ছাড়া হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে কোনো জটিলতা দেখা দিতে পারে। তবে শেষ পর্যন্ত সামনে উঠতে পারবেন। বিশেষ কোনো সাফল্য আন্দদায়ক হতে পারে। প্রাপ্ততথ্যের উপর নির্ভর করতে পারেন।

মকর রাশি

 বিপরীত লিঙ্গের কারো জন্য অর্থ নষ্ট হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। পারিবারিক ক্ষেত্রে কারো সাথে মতানৈক্য হতে পারে। শরীর সম্পর্কে সতর্ক থাকলে ভালো করবেন।

কুম্ভ রাশি

শরীর ভালো যাবে না। পায়ের কোনো সমস্যায় ভুগতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। ওষুধ ও কেমিক্যাল ব্যবসায় সুফল পেতে পারেন। সরকারি-বেসরকারি কাজে ঝামেলা হতে পারে। ঠিকাদারদের জন্য দিনটি শুভ নয়।

মীন রাশি

ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভ যোগ আছে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। আর্থিক ব্যাপারে চিন্তা থাকলেও খুব একটা অসুবিধা হবে না। শেষ পর্যন্ত সামনে হঠতে পারবেন। দাম্পত্য ভুল বুঝাবুঝি পরিহার করার চেষ্টা করুন।

Facebook
Twitter
WhatsApp