আজকের রাশিফল ২৭ ডিসেম্বর, ২০১৩ খ্রিস্টাব্দ, শুক্রবার

রাশিফল ডেস্ক :

আজ ১৩ পৌষ, ১৪২০ বঙ্গাব্দ এবং ২৩ সফর, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৫০ মিনিটে এবং সূর্যাস্ত ৫-২৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৯। আপনার উপর প্রভাবকারী গ্রহ শনি ও মঙ্গল। আপনার শুভসংখ্যা:৮ ও ৯। শুভবার: শনি ও মঙ্গলবার। শুভরত্ন: নীলা ও রক্তপ্রবাল।
প্রকৃতিগতভাবে আপনি: আত্মবিশ্বাসী ও উচ্চাভিলাষী। দৃঢ় ইচ্ছাশক্তির সাথে রয়েছে কাজ করার যোগ্যতা। জীবন হবে ঘটনাবহুল। আপনার মধ্যে থাকতে পারে এক ধরনের চরমপন্থী মনোভাব। বাহ্যত ভয় পেলেও যে কোন পরিস্থিতির ক্ষতিকর ও লাভজনক দিক খুবই স্পষ্টভাবে দেখতে পান। তাই বলিষ্ঠভাবে সিদ্ধান্ত নিয়ে সহজেই কাজ করতে পারেন। জীবনে ব্যাপক ঘাত-প্রতিঘাত সত্ত্বেও সাফল্যের দ্বার কেউ রুদ্ধ করতে পারবে না।

মেষ রাশি

লোভ-লালসার ঊর্ধ্বে ওঠার চেষ্টা করুন। লোভের বশবর্তী হয়ে অনভিপ্রেত কোনো কাজে জড়ানোর আশংকা আছে। পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। পুরনো কোনো ব্যাধি আরোগ্য হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। কর্মপরিবেশ অনুকূল থাকবে।

বৃষ রাশি

পিতার শরীর অসুস্থ হতে পারে। কর্মস্থানে কোনো সমস্যার উদ্ভব হতে পারে। দাম্পত্য ভুল বুঝাবুঝির অবসান হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।

মিথুন রাশি

চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। সহকর্মীদের সহযোগিতা পাবেন। অসমাপ্ত কাজ শেষ হতে পারে। বিপরীত লিঙ্গের কারো সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। বিনোদন শুভ।

কর্কট রাশি

নতুন কাজের সুযোগ পেতে পারেন। ফলে উত্সাহিতবোধ করবেন। আর্থিক দিক ভালো নাও যেতে পারে। আর্থিক কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। পুরনো বন্ধুর সাথে হঠাত্ দেখা হতে পারে। বিদ্যার্থীদের জন্য অনুকূল না থাকারই কথা। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন।

সিংহ রাশি

অন্যের জন্য অর্থ নষ্ট হতে পারে। মানসিক শান্তি বজায় রাখা কঠিন হবে। শরীর ভালো যাবে না। রোগ-ব্যাধিকে অবহেলা না করলেই ভালো করবেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। রোমাঞ্চ ও বিনোদন শুভ।

কন্যা রাশি

দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। প্রতিভা বিকাশের সুযোগ পেতে পারেন। সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। চাকরিজীবীদের হাতে নতুন কোনো দায়িত্ব আসতে পারে। পেশাগত প্রয়োজনে বাইরে যেতে হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।

তুলা রাশি

দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। যানবাহন চালনায় সতর্কতা অবলম্বন করুন। শরীরে কোনো ধরনের আঘাত পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে।

বৃশ্চিক রাশি

শিল্প-কারখানায় মালিকদের জন্য দিনটি শুভ নয়। উত্পাদন ব্যাহত হতে পারে। শ্রমিক অসন্তোষ সম্পর্কে সতর্কতা অবলম্বন করুন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। চঞ্চলতা পরিহার করতে পারলে ভালো করবেন।

ধনু রাশি

ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল থাকবে। বিক্রয় বাণিজ্য লাভ যোগ আছে। পাওনা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। চাকরিক্ষেত্রে সুনাম বৃদ্ধি পেতে পারে। সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। কোনো সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা আছে।

মকর রাশি

প্রতিবেশীর সাথে কোনো ধরনের বিরোধ দেখা দিতে পারে। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। ফলে কাজকর্মে মন বসানো কঠিন হতে পারে। চঞ্চলতা পরিহার করুন। যাত্রা ও যোগাযোগ শুভ।

কুম্ভ রাশি

সঙ্গদোষে কর্মনষ্ট হওয়ার আশংকা আছে। অসত্ সঙ্গ ত্যাগ করুন। অন্যথায় অর্থনষ্ট হতে পারে। মিথ্যা বদনামের সম্মুখীন হতে পারেন। আজ সহূদয় ব্যক্তির সহযোগিতা পেতে পারেন। কোনো অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন।

মীন রাশি

চাকরিস্থলে কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। শরীর ভালো যাবে না। ঠান্ডাজনিত কোনো সমস্যায় ভুগতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন। কাউকে ধারকর্জ দেয়া ঠিক হবে না।

Facebook
Twitter
WhatsApp