প্রকৃতিগতভাবে আপনি:অদম্য ইচ্ছা ও প্রাণশক্তির অধিকারী। আপনার চিন্তার ভারসাম্য রয়েছে। আপনার পরিমিতিবোধ প্রখর। আপনার মন সংস্কার ও পরিবর্তনমুখী। তাছাড়া আপনি জানেন কিভাবে কাজ সম্পাদন করতে হবে। অন্যদের কাছে অলংঘনীয় ও অপরিবর্তনীয় বিষয়ও আপনি সহজেই বদলে দিতে পারেন। অন্যের জন্য চিন্তা করেন আপনি। ঝামেলাও আসবে আপনার জীবনে। ঝামেলা এড়াতে আপনি জানেন। আবার চ্যালেঞ্জ গ্রহণেও পিছপা হন না। অধ্যবসায়ী হলে আপনার জীবনে প্রভূত সাফল্য আসতে পারে ।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: নবাব সিরাজউদ্দৌলা, ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর, দেবানন্দ, অলিভিয়া, নিউটন, কবি টি এ এস ইলিয়ট, ইভান পাভলভ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর আজ অসুস্থবোধ করতে পারেন। পুরনো কোন রোগ নতুন করে মাথাচাড়া দিতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের কারো কারো সহযোগিতা পাবেন। কর্মস্থলে কারো গোপন শত্রুতার মোকাবিলা করতে হতে পারে।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি অতিরিক্ত ব্যস্ততার জন্য কাজে ক্ষতি হতে পারে। আগামীকাল করবেন বলে কাজ ফেলে রাখা ঠিক হবে না। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। ব্যবসায়ীক ব্যাপারে লেনদেনে সতর্ক থাকেন। আজ বাকি না দিলেই ভালো করবেন। বিশ্বস্ত কেউ আজ আপনার ক্ষতি করতে পারে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। মুখে বা গলায় কোন সমস্যা দেখা দিতে পারে। অসুস্থতাকে অবহেলা না করলেই ভালো করবেন। জনসম্পৃক্ত কাজে বাধার সম্মুখীন হতে পারেন। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। ধৈর্যের সাথে যে কোন পরিস্থিতির মোকাবিলা করুন।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি পাবে। বক্তৃতা-বিবৃতিতে সংযত বক্তব্য রাখুন। শত্রুপক্ষকে সতর্কতার সাথে পর্যবেক্ষণ করুন। ব্যবসায়ীদের জন্য দিনটি সামগ্রিকভাবে শুভ। পাওনা টাকা আদায়ে ফলপ্রসূ হতে পারে।
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল সমাজসেবায় আগ্রহী হতে পারেন। সেবামূলক কাজের জন্য সম্মান ও স্বীকৃতি পেতে পারেন। বেশি বয়সে বিয়ের ব্যাপারে উত্সাহী না হলেই ভালো করবেন। আপনজনদের কাছে সম্মান ও মর্যাদা হারাবার আশংকা আছে। সন্তানের কোনো ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। রোমান্স শুভ নয়।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে কেউ আজ কথা দিয়ে কথা রাখবে না। কারো প্রতিশ্রুতির উপর নির্ভর করা ঠিক হবে না। কোনো সংবাদে বিচলিতবোধ করতে পারেন। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। কাজের চাপ বৃদ্ধি পাবে। বেশি পরিশ্রমের ফলে ক্লান্তি ও অবসাদগ্রস্ত হতে পারেন।
মিথুন রাশি
২১ মে-২০ জুন শরীর ভালো যাবে না। পেটের পীড়ায় ভুগতে পারেন। প্রশ্রাব সংক্রান্ত কোনো সমস্যাও দেখা দিতে পারে। অসুস্থ হলে দ্রুত চিকিত্সার উদ্যোগ নিন। কর্মহীনদের কর্মসংস্থান প্রচেষ্টা সাফল্য আসতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই কাজকর্মে মন বসানো কঠিন হবে। অসমাপ্ত কাজ শেষ করার চেষ্টা করুন। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। পারিবারিক পরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কলহ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। বিনোদন শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট কাজকর্মে অধিকতর মনোযোগ দিন। কিছু কাজ অসমাপ্ত থেকে যেতে পারে। গৃহিণীর শরীর ভালো যাবে না। উদ্বেগ-উত্কণ্ঠা বৃদ্ধি পেতে পারে। এ ধরনের পরিস্থিতিতে চিকিত্সার উদ্যোগ নিন। আজ কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর পারিবারিক পরিবেশ অনুকূল নাও থাকতে পারে। সাংসারিক বিরোধ বা বিবাদে নির্লিপ্ত থাকার চেষ্টা করুন। মনোবল অক্ষুণ্ন রাখার চেষ্টা করুন। আজ সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। নিজের দোষে কোনো সুযোগ হাত ছাড়া হতে পারে। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর কোনো কারণে উত্তেজিত হয়ে উঠতে পারেন। সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করুন। আজ আপনজনদের সহযোগিতা পাবেন। অকারণ ঝুঁকি নেয়া ঠিক হবে না। ব্যয় বৃদ্ধি পেতে পারে।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর বিপরীত লিঙ্গের কারো সহযোগিতা পেতে পারেন। মামলা-মোকদ্দমা সংক্রান্ত ঝামেলা মিটে যেতে পারে। অংশীদারী ব্যবসায় সতর্ক থাকার চেষ্টা করুন। বৈবাহিক আলোচনা অগ্রগতি হতে পারে। প্রাপ্তিযোগ আছে। বিনোদন শুভ।