ডেস্ক :
মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল রাজনীতিবিদদের জন্য সময় খুব একটা অনুকূল নয়। জনসংযোগে সতর্ক থাকার চেষ্টা করুন। বিরোধী পক্ষ আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যস্ততা বৃদ্ধি পাবে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে।
বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে প্রভাবশালী কারো সহযোগিতা পাবেন। ব্যবসায়িদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। পাওনা টাকা সবটা আজ নাও পেতে পারেন। প্রণয়ে ইতিবাচক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পাবে। অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থাগম হওয়ার সম্ভাবনা আছে।
মিথুন রাশি ২১ মে-২০ জুন দাম্পত্য পরিবেশ খুব একটা ভালো নাও যেতে পারে। আপনার জেদের জন্য দাম্পত্য ভুল বুঝাবুঝির সৃষ্টি হতে পারে। নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। ব্যবসায়িকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। আমদানি রপ্তানির ব্যবসায় সাফল্য আসতে পারে। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন।
কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই শরীর খুব একটা ভালো যাবে না। মাথা ব্যথায় ভুগতে পারেন। পারিবারিক সমস্যা সমাধান হতে পারে। কোনো সন্তানের জন্য মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। দাম্পত্য পরিবেশ অনুকূল থাকবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়।
সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট বিদ্যার্থীদের জন্য দিনটি খুব একটা শুভ নয়। সামগ্রিকভাবে সময় অনুকূল নাও থাকতে পারে। পারিবারিক কোনো সমস্যা দেখা দিতে পারে। বৈবাহিক কোনো ব্যাপারে আজ মত না দিলেই ভালো করবেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর ব্যস্ততা বৃদ্ধি পাবে। পেশাজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। ভাই বোনদের কারো বিয়ের ব্যাপারে আলোচনা হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর মজুতদারী ব্যবসায় সতর্ক থাকার চেষ্টা করুন। লাভ হলেই কোনো ধরনের সমস্যায় উদ্ভব হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। আর্থিক লেনদেনে সতর্ক থাকার চেষ্টা করুন। সন্তানের কোনো ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন।
বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। ব্যবসায়িদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। আর্থিক দিক ব্যয় বহুল হতে পারে। পারিবারিক প্রয়োজন মেটানো অসম্ভব হবে না। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন।
ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর গৃহে আত্মীয়ের সমাগত হতে পারে। ব্যস্ততা বৃদ্ধি পাবে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। জনসংযোগ বৃদ্ধি পেতে পারে। কোনো ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন।
মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি সময় মোটামুটি অনুকূল থাকবে। চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্রসম্ভাবনাময়। ব্যস্ততা বৃদ্ধি পাবে। মনোবল বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক ব্যাপারে কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না। দাম্পত্য ভুল বুঝাবুঝি পরিহার করার চেষ্টা করুন।
কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি আর্থিক দিক মোটামুটি শুভ সম্ভাবনাময়। কিছু অর্থ হাতে আসতে পারে। অসমাপ্ত কাজ শেষ করার চেষ্টা করুন। কেউ আজ বিশ্বাস ভঙ্গ করতে পারে। চিকিত্সক ও আইনজীবীদের জন্য দিনটি শুভ। পেশাগত সাফল্য ও অর্থাগমনের সম্ভাবনা আছে।
মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ কারো সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য না করলেই ভালো করবেন। তাতে ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা আচে। দাম্পত্য পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। ভুল বুঝাবুঝি ও অশান্তি দেখা দিতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। শুত্রু সম্পর্কে সতর্ক থাকলে ভালো করবেন।