আজকের রাশিফল ১৩ সেপ্টেম্বর; ২০১৩

বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে সময় মোটামুটি অনুকূল থাকবে। দৈনন্দিন কাজকর্মে কিছুটা অগ্রগতি আশা করতে পারেন। নতুন কোনো বাণিজ্যিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। ব্যবসায়িক ব্যাপারে বন্ধুদের সহযোগিতা পাবেন। যাত্রা ও যোগাযোগ শুভ। প্রবাসী আপনজনর কোনো সংবাদ পেতে পারেন।

মিথুন রাশি ২১ মে-২০ জুন রাজনীতিবিদদের জন্য দিনটি খুব একটা শুভ নয়। নানা প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করতে হতে পারে। তথ্যগত বিভ্রান্তির আশংকা আছে। চিন্তা-ভাবনা করে এগুবার চেষ্টা করুন। ব্যবসায়িক দিক মোটামুটি অনুকূল থাকবে। ব্যবসার ক্ষেত্রে পুরোনো কোনো সমস্যা থাকলে তা সমাধান করতে পারবেন।

কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই কাজকর্মে অগ্রগতি হবে। আর্থিকদিক আশানুরূপ নাও হতে পারে। ক্রিড়াবিদদের জন্য দিনটি শুভ। খেলাধুলায় সাফল্য আসতে পারে। লেনদেনে কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। রোমান্স ও বিনোদন শুভ।

মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল শিক্ষাবিদদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। শিক্ষক ও অধ্যাপকদের সুনাম ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্ম পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কোনো ধরনের পরিবর্তন অথবা বদলির সম্মুখীন হতে পারেন। বাণিজ্যিক যোগাযোগ শুভ।

মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ ব্যস্ততা বৃদ্ধি পাবে। কাজকর্মে অগ্রগতি হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। আর্থিক ব্যাপারে বিপরীত লিঙ্গের কারো সহযোগিতা পেতে পারেন। রোমাঞ্চ ও বিনোদন শুভ।

সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। অনুকূল পরিস্থিতির জন্য অপেক্ষা করুন। পরের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। কারো প্রতি মানবিক কারণে সহায়তায় উদ্বুদ্ধ হতে পারেন। আজ কোনো কাজে ঝুঁকি নেয়া ঠিক হবে না। যোগাযোগ শুভ।

কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো আইনী ঝামেলা জড়িয়ে পড়তে পারেন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। নিজের দোষত্রুটি সম্পর্কে সতর্ক থাকলে ভালো করবেন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।

বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর মিডিয়া কর্মীদেরকে পেশাগত ব্যাপারে সতর্ক থাকতে হবে। দায়িত্বসম্পর্কে সতর্ক না থাকলে যে কোনো ঝুঁকির সম্মুখীন হতে পারেন। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। আজ কাউকে ধার-কর্জ না দিলেই ভালো করবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারেন।

তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মনের কোনো আশাপূর্ণ হতে পারে। প্রকৌশলীদের জন্য দিনটি শুভ। পেশাগত প্রয়োজনে বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। রোমাঞ্চ ও বিনোদন শুভ।

ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। গুরুত্বপূর্ণ কোনো কাজ সম্পূর্ণ করতে পারবেন। সুনাম ও সুখ্যাতি বৃদ্ধি পেতে পারে। কবি-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজে অগ্রগতি আশা করা যায়। রোমান্টিক যোগাযোগ শুভ।

মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি শিল্পী-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। নতুন কোনো সুযোগ সৃষ্টি হতে পারে। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে ভালো করবেন। অবিবাহিতদের বৈবাহিক আলোচনায় অগ্রাধিকার হতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। যোগাযোগ শুভ।

কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি যে কোনো কাজের আগে নিজের লক্ষ্য স্থির করুন। উদ্দেশ্য ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকলে সাফল্য করায়ত্ত হতে পারে। ঘনিষ্ট কারো জন্য কোনো ধরনের ত্যাগ স্বীকারের প্রয়োজন হতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। দূরের যাত্রা শুভ নয়।

Facebook
Twitter
WhatsApp