আজকের রাশিফল ১৩ নভেম্বর বুধবার

রাশিফল ডেস্ক :

আজ ২৯ কার্তিক, ১৪২০ বঙ্গাব্দ এবং ৮ মহররম, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-২১ মিনিটে এবং সূর্যাস্ত ৫-১৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৪। আপনার উপর প্রভাবকারী গ্রহ ইউরেনাস ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ৪ ও ৯। শুভবার রবি ও মঙ্গলবার। শুভরত্ন: গার্নেট ও রক্ত প্রবাল। অনুসন্ধিত্সু, মেধাবী ও খেয়ালী, বুদ্ধিবৃত্তিক ক্ষমতার সাথে রয়েছে মৌলিকত্ব। চিরায়তের বাইরে ভিন্নমতে, ভিন্নপথে চলতে চান। জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যের ব্যাপারে আপনি সচেতন। নতুন ও ব্যতিক্রমের প্রতি আপনার আগ্রহ প্রবল। আপনি বিশ্বস্ত আর বিশ্লেষণী ক্ষমতা রয়েছে। বাইরে থেকে আপনাকে কখনো পুরোপুরি বোঝা যাবে না। ইন্দ্রিয় সুখপরায়ণতা আপনাকে পেয়ে বসতে পারে। আপনার সাফল্য নির্ভর করবে পছন্দ-অপছন্দের উপর।

তুলা রাশি

সম্পত্তি সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। আইনী সমস্যায় জড়াতে পারেন। সংযত থাকুন এবং সতর্কতা অবলম্বন করুন। শরীর-স্বাস্থ্য মোটামুটি ভাল থাকবে। ব্যবসার দিক ভালো থাকবে। পাওনা টাকা আদায় হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।

বৃশ্চিক রাশি

নভেম্বর পারিবারিক পরিবেশ ভালো থাকবে না। কলহ-বিবাদ এড়িয়ে চলুন। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। বিদ্যার্থীর জন্য দিনটি শুভ নয়। মানসিক অবসাদে ভুগতে পারেন।

ধনু রাশি

বেসরকারি চাকুরেদের জন্য দিনটি শুভ। কর্তৃপক্ষের সুনজরে পড়বার সম্ভাবনা আছে। গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব হাতে আসতে পারে। আপনার ব্যবহারে অন্যরা সহজে আপনার প্রতি আকৃষ্ট হতে পারে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন।

মকর রাশি

২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। কেউ আজ ঈর্ষান্বিত হয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। ব্যবহার ও দক্ষতায় অপরের দৃষ্টি আকর্ষণে সক্ষম হবেন। অপরের পরামর্শে বিভ্রান্ত হতে পারেন। নিজের বুদ্ধিতে কাজ করুন।

কুম্ভ রাশি

অপ্রত্যাশিত কোনো ঘটনায় আবেগপ্রবণ হতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ বা অশান্তি দেখা দিতে পারে। আবেগ সংযত করে যে কোনো সমস্যার মোকাবিলা করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। আর্থিক দিক ভালো যাবে। যাত্রা ও যোগাযোগ শুভ।

মীন রাশি

শরীর ভালো যাবে না। আজ কেউ আপনাকে ভুল বুঝতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। রোমাঞ্চ ও বিনোদন শুভ।

মেষ রাশি

চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মপরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। আশানুরূপ অর্থ নাও আসতে পারে। কেউ আজ মিথ্যা বদনাম রটাতে পারে।

বৃষ রাশি

অবৈধ প্রণয়ে না জড়ালে ভালো করবেন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। পরোপকারে সময় ও অর্থ নষ্ট হতে পারে।

মিথুন রাশি

পারিবারিক পরিবেশ ভালো থাকবে না। কলহ-বিবাদ এড়িয়ে চলুন। অন্যথায় মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। কাউকে আজ ধার-কর্জ দেয়া ঠিক হবে না। স্বামী বা স্ত্রীর শরীর অসুস্থ হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।

কর্কট রাশি

আজ কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। রোমাঞ্চ ও বিনোদন শুভ।

সিংহ রাশি

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। কাজ-কর্মে বন্ধুদের সহযোগিতা পাবেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। দাম্পত্য পরিবেশ অনুকূল থাকবে। রোমাঞ্চ ও বিনোদন শুভ।

কন্যা রাশি

কারো আচরণে মনে কষ্ট পেতে পারেন। আবেগপ্রবণ না হলেই ভালো করবেন। গুরুত্বপূর্ণ কোনো কাজে বাইরে যেতে পারেন। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। বিশেষ কোনো ক্ষেত্রে সাফল্য বাধাগ্রস্ত হতে পারে। আর্থিক দিক ভালো যাবে।

Facebook
Twitter
WhatsApp