আজকের রাশিফল ১২ সেপ্টেম্বর, ২০১৩ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল চলাফেরায় সাবধানতা অবলম্বন করুন। দুর্ঘটনা অথবা অনভিপ্রেত কিছু ঘটতে পারে। বুদ্ধিজীবীদের জন্য দিনটি শুভ। চিকিত্সক ও আইনজীবীদের পেশাগত সাফল্য আসতে পারে। আর্থিক দিক ভালো যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিযোগিতা অব্যাহত থাকবে।

বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে কাজ-কর্মে উত্সাহ বৃদ্ধি পাবে। ফলে সাফল্যের সম্ভাবনা আছে। কাজকর্মে অপরের সহযোগিতা লাভ সহজ হবে। দাম্পত্য অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। আজ ঝুঁকিপূর্ণ কোনো সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না।

মিথুন রাশি
২১ মে-২০ জুন মন-মেজাজ ভালো নাও থাকতে পারে। ছাত্র-ছাত্রীদের জন্য সময় অনুকূল থাকবে। আর্থিক দিক কিছু ব্যয়বহুল হতে পারে। পাওনা টাকা সময় মতো আদায় নাও হতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। কারো আচরণে ক্ষুব্ধ হতে পারেন।

কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। পারিবারিক শান্তি বজায় রাখা কঠিন হবে। পারিবারিক কারো স্বার্থপরতায় বিব্রত বোধ করতে পারেন। নতুন কোনো ব্যবসায়িক পরিকল্পনা মাথায় আসতে পারে। বিনোদন শুভ।

সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট পুরনো কোনো বন্ধুর সাথে দেখা বা যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল না থাকার আশঙ্কা আছে। কারো অসুস্থতায় দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। রোমাঞ্চ শুভ।

কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর দৈনন্দিন কাজে অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে। সময়মত কাজ শেষ করতে না পারার জন্য আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। মিডিয়া কর্মীদেরকে পেশাগত ব্যাপারে সতর্ক থাকতে হবে। অহেতুক কোনো ঝামেলার সম্মুখীন হতে পারেন। গ্রামীণ পরিবেশে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। বিনোদন শুভ।

তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর ব্যবসায়িক লেনদেনে লাভবান হতে পারেন। নির্মাণ অথবা সরবরাহ ব্যবসায় ভালো করবেন। জেদ ও ক্রোধ সংবরণ করার চেষ্টা করুন। আবেগ প্রবণতার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। যে কোনো ধরনের বিরোধ এড়িয়ে চলুন। যোগাযোগ শুভ।

বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। প্রাপ্তি বিলম্বিত হতে পারে। স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। অসুস্থতাকে অবহেলা না করলেই ভালো করবেন। আর্থিক লেনদেনে হিসেব সম্পর্কে সতর্ক থাকুন। আর্থিক ব্যাপারে কোনো ঝুঁকি নেবেন না।

ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর পারিবারিক পরিবেশ খুব একটা অনকূল থাকবে না। কারো স্বাস্থ্যগত সমস্যায় হতাশাগ্রস্ত হতে পারেন। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হওয়ার আশংকা আছে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। চাকুরীজীবীদের জন্য দিনটি শুভ। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন।

মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি ঘনিষ্ঠ কারো আচরণে মনে কষ্ট পাবেন। প্রত্যাশিত কাজ বাধাগ্রস্ত হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে না। আর্থিক দিক ব্যয়বহুল হওয়ার আশংকা আছে। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। যাত্রা শুভ নয়।

কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি সম্ভাব্যক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। বিজ্ঞানী ও প্রকৌশলীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। পদস্থ প্রভাবশালীদের অনুকূল্য পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন।

মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ ট্রাভেল এজেন্সীর ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। পরিবহন ব্যবসায়ও ভালো যাবে। বাণিজ্যিক লেনদেনে লাভবান হতে পারেন। প্রণয়ে সতর্কতা অবলম্বন করুন। আর্থিক দিক ব্যয়বহুল হওয়ার আশংকা আছে। আজ কোনো ব্যাপারে ঝুঁকি নেয়া ঠিক হবে না।

Facebook
Twitter
WhatsApp