রাশিফল ডেস্ক :
আজ ২৮ অগ্রহায়ণ, ১৪২০ বঙ্গাব্দ এবং ৮ সফর, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৪১ মিনিটে এবং সূর্যাস্ত ৫-১৮ মিনিটে। প্রকৃতিগতভাবে আপনি: আত্মবিশ্বাসী, দক্ষ, উদ্যোগী ও উচ্চাভিলাষী। দায়িত্ব ও কর্তব্য সচেতনতার সাথে সাথে আপনার রয়েছে নেতৃত্ব ও কর্তৃত্ব করার গুণ। নিজে নিয়মশৃংখলা মেনে চলেন তাই অন্যদেরও নিয়মানুবর্তী দেখতে চান। নিজে প্রাণবন্ত তাই অন্যদের সহজেই উদ্বুদ্ধ করতে পারেন। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক আছে। নিজের মত আপনি বলিষ্ঠভাবে ব্যক্ত করতে পারেন। জীবনে আপনি প্রচণ্ড বৈরিতার সম্মুখীন হতে পারেন। কর্মস্পৃহা ও ধৈর্য আপনার জীবনে সাফল্যের ভিত্তি রচনা করতে পারে।
মেষ রাশি
ব্যবসায়ীদের সময় ভালো নাও যেতে পারে। ব্যবসায়িক লেনদেনে কোনো ধরনের সমস্যা দেখা দিতে পারে। চাকরিজীবীদেরকে রাজনীতি থেকে দূরে থাকতে হবে। রাজনৈতিক কারণে কোনো ধরনের ঝামেলার সম্মুখীন হতে পারেন। শরীর ভালো যাবে না। চক্ষু সংক্রান্ত কোনো ব্যাধিতে ভুগতে পারেন।
বৃষ রাশি
মানসিক দুঃশ্চিন্তা পরিহার করুন। দৃঢ় সংকল্প নিয়ে কাজ করলে সাফল্য পাবেন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। ব্যবসায়িক লেনদেনে সতর্ক থাকুন। পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন।
মিথুন রাশি
ব্যবসায়িক দিক ভালো যাবে। প্রাপ্তি যোগ আছে। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। যোগাযোগ শুভ।
কর্কট রাশি
পারিবারিক পরিবেশ ভালো নাও থাকতে পারে। কোনো ব্যক্তির দ্বারা সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে। কান কথায় কান দেবেন না। নিজের বুদ্ধি বিবেচনার উপর নির্ভর করুন। সন্তানের কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। রোমান্টিক বিষয়াদিতে সতর্ক থাকুন।
সিংহ রাশি
পেশাগত সাফল্য আসতে পারে। চিকিত্সক ও আইনজীবীদের জন্য সময় অনুকূল থাকবে। আর্থিক দিক ভালো যেতে পারে। সন্তানের কোনো বিষয়ে চিন্তিত হতে পারেন। কোনো বিশিষ্ট ব্যক্তির সাথে পরিচয় হতে পারে। প্রত্যাশা ও উত্সাহ বৃদ্ধি পাবে ।
কন্যা রাশি
ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভ যোগ আছে। আর্থিক দিক ভালো যাবে। পারিবারিক কাজকর্মে ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিন। নতুন কোনো পারিবারিক কাজে হাত না দিলেই ভালো করবেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।
তুলা রাশি
সাংগঠনিক কাজকর্মে সুফল পাবেন। সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টা জোরদার করুন। নিজের ভুলের জন্য কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন।
বৃশ্চিক রাশি
মাতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। স্থাবর সম্পত্তি ক্রয়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে কলহ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। যাত্রা ও যোগাযোগ শুভ।
ধনু রাশি
ব্যবসায়িক ক্ষেত্রে আশানুরূপ সাফল্য নাও আসতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। পাওনা টাকা আদায়ের ব্যাপারে অধিকতর জোর দিন। মন ভালো থাকবে। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।
মকর রাশি
অসত্সঙ্গ এড়িয়ে চলার চেষ্টা করুন। অন্যথায় ক্ষতিগ্রস্ত হতে পারেন। ক্লান্তি ও অবসাদে ভুগতে পারেন। কাজকর্মে মন বসানো কঠিন হবে। আজ বিশেষ কারো সহযোগিতা পেতে পারেন। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন।
কুম্ভ রাশি
শরীর ভালো যাবে না। পেটের পীড়ায় ভুগতে পারেন। সরকারি চাকরিদের জন্য দিনটি শুভ। ভালো কোনো সংবাদ পেতে পারেন। শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। প্রবাস আনন্দদায়ক হতে পারে।
মীন রাশি
অসহিষ্ণু মনোভাবের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। কারো সাথে রূঢ় আচরণ না করলেই ভালো করবেন। অন্যথায় পরে অনুতপ্ত হতে পারেন। কোনো আত্মীয়ের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন।