ডেস্ক :
বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে পারিবারিক পরিবেশ খুব একটা ভালো নাও যেতে পারে। আপনজনদের কারো সাথে মতবিরোধ সৃষ্টি হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মস্থলে অধীনস্তদের কাজে লাগানো সহজ হবে। কর্মস্থলে পদস্থ প্রভাবশালীদের আনুকূল্য পেতে পারেন। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে ।
মিথুন রাশি ২১ মে-২০ জুন ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। প্রবাসী আপনজনদের সংবাদ পেতে পারেন। কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা পেতে পারেন। বিবাহিতা কন্যার জন্য চিন্তিত হতে পারেন।
মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল কোনো কাজে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তিবোধ করবেন। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ ।
কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি আজ অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিন। কর্মস্থলে মত বিরোধ এড়িয়ে চললে ভালো করবেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। গুরুত্বপূর্ণ কোন কাজে হাত নিবেন না। প্রবাস আনন্দদায়ক হতে পারে।
মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। জ্ঞাতি শত্রুদের ব্যাপারে সতর্ক থাকুন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হবার সম্ভাবনা আছে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। তথ্যগত বিভ্রান্তির ব্যাপারে সতর্ক থাকুন। প্রবাস আনন্দদায়ক হবে।
কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই ভ্রমণে আনন্দ পাবেন। বাড়িতে আত্মীয় সমাগম হবার সম্ভাবনা আছে। আর্থিক দিক ব্যয়বহুল হতে পারে। বিনিয়োগের প্রয়োজনে ঋণগ্রস্ত হবার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে অপরের সহযোগিতা লাভ সহজ হবে। প্রবাস আনন্দদায়ক হতে পারে।
সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট দিনটি মিশ্র সম্ভাবনাময়। আর্থিক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভ যোগ আছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। পারিবারিক ক্ষেত্রে কোন সমস্যার উদ্ভব হতে পারে। পরোপকারে আনন্দ পাবেন।
কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। দিনটি মিশ্র সম্ভাবনাময়। পারিবারিক ক্ষেত্রে ব্যয় বৃদ্ধির আশংকা আছে। কারো অতিরিক্ত চাহিদার জন্য বিব্রতবোধ করবেন। পুরনো কোন সমস্যার সমাধান হতে পারে। নতুন কোন কাজের সুযোগ সৃষ্টি হতে পারে।
তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর দিনটি শুভ সম্ভাবনাময়। কোম্পানীর কাজে অগ্রগতি আশা করতে পারেন। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। চাকরিজীবীদের সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে পদস্থ প্রভাবশালীদের আনুকূল্য পাবেন। বিনোদন শুভ।
বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর দিনটি সামগ্রিকভাবে মিশ্র সম্ভাবনাময়। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। প্রয়োজনে বয়োজ্যেষ্ঠদের পরামর্শ নিন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর বিদ্যার্থীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। রোমান্টিক বিষয়াদিতে সতর্কতা অবলম্বন করুন। পর দ্বারা শক্তি ক্ষতির কারণ হতে পারে। শিল্পী সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজে সাফল্য পাবেন। যে কোনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন।
মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। ব্যবসায়িক লেনদেন সতর্কতা অবলম্বন করুন। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।