অনলাইন আপডেট ডেস্ক – ফেসবুকের মাধ্যমে পুরো বিশ্বের মানুষকে একটি প্লাটফর্মে নিয়ে আসতে চাচ্ছেন, সোশ্যাল নেটওয়াকিং সাইটটির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। আর তার এই পদক্ষেপ বাস্তবায়নের পথে ছুটছে যেন রকেট গতিতে।
বিশ্বের যত মানুষ ইন্টারনেট ব্যবহার করেন তাদের অর্ধেকের বেশি মানুষের ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। এমনকি ইন্টারনেট ব্যবহার করেন কিন্তু ফেসবুক ব্যবহার করেন না, এমন মানুষের সংখ্যা দিন দিন আরো কমে আসছে।
বর্তমানে প্রতিমাসে কত মানুষ ফেসবুক ব্যবহার করছেন?
২৮ জানুয়ারি বৃহস্পতিবার, ফেসবুকে এক স্ট্যাটাসে মার্ক জাকারবার্গ জানিয়েছেন, বর্তমানে প্রতি মাসে ফেসবুক ব্যবহার করছেন ১৫৯ কোটির বেশি মানুষ।
এছাড়া ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ্লিকেশনকের মাধ্যমেও বিশ্বকে বেঁধে ফেলছেন মার্ক জাকারবার্গ। তিনি জানিয়েছেন, বর্তমানে প্রতি মাসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন ৯০ কোটির বেশি ব্যবহারকারী।
প্রতি মাসে ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করছেন ৮০ কোটির বেশি ব্যবহারকারী।
ইনস্টাগ্রাম প্রতি মাসে ব্যবহার করছেন ৪০ কোটির বেশি ব্যবহারকারী।