বিজ্ঞান ও প্রযুক্তি : বিজ্ঞানের বিভিন্ন অমীমাংসিত রহস্যের ব্যাপারে জানেন যারা, তাদের অনেকেরই জানা আছে পারাকাস খুলির ব্যাপারে। পারাকাস খুলি হলো এমন একটা অদ্ভুত, প্রাচীন খুলি যা সাধারণ মানুষের খুলির চাইতে অতিরিক্ত লম্বাটে আকৃতির। এই খুলি নিয়ে অনেক সময়ে অনেক জল্পনা কল্পনা চলেছে মানুষের মাঝে। অনেকে বিশ্বাস করেন এই খুলি হলো মানুষের অন্য কোনো প্রজাতির। কেউ কেউ বলেন এটা আসলে এলিয়েনের খুলি। সম্প্রতি এই খুলির ডিএনএ বিশ্লেষণের ফলাফল পাওয়া গেছে, আর তাতে উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য।
পেরুর ইনকা এলাকায় একটি মরু এলাকা হোলো পারাকাস। ১৯২৮ সালে সেখানে একটি সমাধিক্ষেত্র আবিষ্কৃত হয় যেখানে পাওয়া যায় তিনশরও বেশি রহস্যময় লম্বা লম্বা সব মানুষের খুলি। পৃথিবীর কোথাও মানুষের এত লম্বা খুলি খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে এসব খুলি মোটামুটি তিন হাজার বছরের পুরনো। এসব খুলির ব্যাপারে প্রাথমিক পর্যায়ের একটি ডিএনএ বিশ্লেষণের তথ্য বের করা হয়েছে বিশেষজ্ঞ ব্রায়ান ফস্টারের তত্বাবধানে।
মানুষের মাথার খুলি লম্বা হবার কারণ কী? কোনো রকম বল প্রয়োগের ফলেই তো মাথার খুলি এমন বিকৃত হবার কথা, তাই না? দুই টুকরো কাঠের মাঝে শিশুদের মাথা বেঁধে রেখে এমন লম্বা করা হয়ে থাকতে পারে। কিন্তু মাথা এভাবে লম্বা করা হলেও, এই খুলির রয়েছে আরও কিছু অদ্ভুত বৈশিষ্ট্য যা মানুষের মাঝে দেখা যায় না। এই খুলির আয়তন, ওজন এবং গঠনগত বিভিন্ন বৈশিষ্ট্য আছে যা মানুষের মাঝে থাকার কথা নয়। এদেরকে ইচ্ছে করে এমন লম্বা করা হয়নি, হয়তো বা জন্ম থেকেই এসব মানুষের খুলি এমন লম্বাটে ছিলো।
এসব খুলি থেকে চুল, দাঁত, খুলির হাড় এবং ত্বকের নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। এতে পাওয়া যায় এমন সব mRNA যা মানুষ, বানর জাতীয় প্রাণী এমনকি অন্যান্য প্রাণীর মাঝেও কখনো দেখা যায়নি। এসব ভিন্নতার কারণে তৈরি হতে পারে মানুষের মতো দেখতে এমন প্রাণী, যার সাথে হোমো স্যাপিয়েন্সের সম্পর্ক অনেক অনেক দূরের।
এই ফলাফল থেকে অনেক কিছুই ধারণা করে নেওয়া যেতে পারে। বিবর্তনের ধারার মাঝে এই প্রাণীর স্থান কোথায়, বা আদৌ আছে কিনা, তা নিয়ে বিভ্রান্ত বিজ্ঞানীরা। পারাকাস খুলি যেসব মানুষের ছিলো, তারা মানুষের চাইতে শারীরিকভাবে অনেক বেশি ভিন্ন হবার কথা এবং এ কারণে মানুষের সাথে কখনোই তাদের সংকর হবার কথা না। এসব খুলির উৎস বের করার জন্য এদের ওপরে ভবিষ্যতে আরও গবেষণা করা হবে। তবে যারা ধারণা করছিলেন এগুলো সাধারণ মানুষেরই খুলি, তাদেরকে ভুল প্রমাণিত করা হলো এই গবেষণায়।