দেশের তরুণ আইটি শিক্ষার্থীদের জাপানে কর্মসংস্থানের লক্ষ্যে প্রতিভাবানদের খুঁজতে প্রতিযোগিতা

ঢাকা: প্রযুক্তি খাতে উন্নত দেশগুলোর মধ্যে শীর্ষস্থানীয় একটি দেশ জাপান। আর এই খাতে দেশটিতে এ দেশের তরুণদের কর্মসংস্থানের লক্ষ্যে আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে আইটি ট্যালেন্ট কনটেস্ট-২০১৪।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার আয়োজক ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি জানায়, আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এ প্রতিযোগিতা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘আমাদের দেশ একটি জনবহুল দেশ। এদেশে অনেক মেধাবী সুযোগের অভাবে তাদের কৃতিত্ব উপস্থাপন করতে পারে না। অপরদিকে জাপানে প্রচুর কর্মসংস্থানের সুযোগ থাকলেও লোকবলের অভাবে তাদের কর্মে বিঘ্ন ঘটছে। আর আমাদের দেশে আইটি ট্যালেন্ট থাকলেও তাদের কর্মসংস্থানের সুযোগ নেই।’

বক্তারা বলেন, ‘এ কারণে বাংলা বিজনেস পার্টনার (বিবিপি) জাপানের উদ্যোগে এবং ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির সহযোগিতায় দেশের তরুণ আইটি শিক্ষার্থীদের জাপানে কর্মসংস্থানের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।’

তারা আরো জানান, ‘দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে অধ্যায়নরত শেষ বর্ষের শিক্ষার্থী, গ্র্যাজুয়েট অথবা আইটি প্রফেশনালরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।’

প্রতিযোগিতার প্রথম বাছাই পর্ব অনুষ্ঠিত হবে ২২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় বাছাই পর্ব অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। ২০ জানুয়ারি থেকে আবেদনপত্র গ্রহণ করা হবে। প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.diit.info ওয়েবসাইটটিতে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক রথিন্দ্র নাথ দাস, নির্বাহী পরিচালক মো: নুরুজ্জামান, জনসংযোগ কর্মকর্তা মো: মজিবুর রহমান খোকন, বিবিপির ব্যবস্থাপনা পরিচালক তরু ওকাজাকি প্রমুখ।

Facebook
Twitter
WhatsApp