তথ্য ও প্রযুক্তিগত অর্থনীতিই সবচেয়ে ভালো: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক

উন্নত বিশ্বে মাথা তুলে দাঁড়াতে তথ্য-প্রযুক্তিগত অর্থনীতি দেশের শ্রম নির্ভর একমুখী অর্থনীতির সবচেয়ে ভালো বিকল্প হতে পারে বলে মন্তব্য করেছেন জুনায়েদ আহম্মেদ পলক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার দুইদিন পর মঙ্গলবার কালিয়াকৈর হাইটেক পার্ক পরিদশর্নকালে তিনি এ মন্তব্য করেন।

একমুখী অর্থনীতি দেশের জন্য ভয়ঙ্কর উল্লেখ করে তিনি বলেন, ‘যে কোনো মুহূর্তে তা ধ্বংসের মুখে পড়তে পারে। তাই ভালো বিকল্প দরকার। এক্ষেত্রে তথ্য ও প্রযুক্তিগত অর্থনীতিই সবচেয়ে ভালো।’

সরকারের রোডম্যাপ বাস্তবায়নে হাইটেক পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশাবাদ ব্যক্ত করে পলক জানান, সরকার ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়তে চায়। আর ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে বিশ্বে মাথা তুলে দাঁড়ানো। এর জন্য হাইটেক পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মেধা নির্ভর বিশ্বে বাংলাদেশকে দাঁড় করাতে হাইটেক পার্কের কাযক্রমের সম্প্রসার ঘটাতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনায় এ হাইটেক পার্কের কার্যক্রম বন্ধ থাকার কারণ সম্পর্কে খোঁজ নেন তিনি। এসময় আইনগত জটিলতা দূর করে হাইটেক পার্কের কাজ দ্রুত শেষ করার আশ্বাস দেন তিনি।

Facebook
Twitter
WhatsApp