ডেস্ক:
ল্যান্ডফোন সংযোগ থেকে উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের সুবিধা দিতে তিনটি নতুন এডিএসএল রাউটার দেশের বাজারে এনেছে কম্পিউটার সোর্স। ডি-লিংক ব্র্যান্ডের এই রাউটারগুলোর মধ্যে DSL-2520U মডেলটিতে রয়েছে ইথারনেট সংযোগ সুবিধা। আর DSL-2730U I DSL-2750U মডেলের রাউটারটিতে অতিরিক্ত রয়েছে তারহীন সংযোগ সুবিধা।
এর মধ্যে DSL-2730U এর ডাটা বিনিময় গতি ১৫০ এমবিপিএস এবং DSL-2750U রাউটার দিয়ে সেকেন্ডে ৩০০ মেগাবিট ডাটা স্থানান্তর করতে পারে এবং এর ইউএসবি পোর্ট ব্যবহার করে থ্রিজি মডেম এর মাধ্যমেও ইন্টারনেট সংযোগ স্থাপন করা যায়। এই রাউটারটির ডাটা আপলোড গতি সেকেন্ডে এক মেগাবিট এবং ডাউনলোড গতি ২৪ মেগাবিট/সেকেন্ড।