ছয়মাসের কিস্তিতে ফুজিৎসু লাইফবুক

ঢাকা: ছয় মাসের সুদমুক্ত কিস্তিতে মিলছে জাপানি ল্যাপটপ কম্পিউটার ফুজিৎসু লাইফবুক। সর্বশেষ সংস্করণের ছয়টি লাইফবুকের সঙ্গে এই সুবিধা দিচ্ছে ফুজিৎসু ব্র্যান্ডের বাংলাদেশি পরিবেশক কম্পিউটার সোর্স।

কিস্তি সুবিধার মডেলগুলোর মধ্যে রয়েছে- ফুজিৎসু এএইচ ৫৪৪, ফুজিৎসু এএইচ ৫৪৪ভি, ফুজিৎসু ইউএইচ ৫৫৪, ফুজিৎসু ইউএইচ ৫৭৪ এবং ফুজিৎসু ই-৭৩৪।

আগামী ১৫ অক্টোবর পর্যন্ত অফার চলাকালে এসসিবি, সিটি ব্যাংক অ্যামেক্স, ব্র্যাক ব্যাংক এবং ইবিএলের ক্রেডিট কার্ডের মাধ্যমে ছয় মাসের সুদহীন কিস্তিতে গ্রাহকেরা কম্পিউটার সোর্সের দেশব্যাপী বিস্তৃত যে কোনো সেলস সেন্টার থেকে কিনতে পারবেন। কিস্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য সহায়তা পাওয়া যাবে ০১৭৩০৩৪১৫১৫ নম্বরে।

Facebook
Twitter
WhatsApp