ডেস্ক : মোজিলা গ্রামীণফোন এবং সিম্ফনির সহযোগিতায় বাংলাদেশের স্মার্টফোনে ফায়ারফক্স অপারেটিং সিস্টেম। মোজিলা, গ্রামীণফোন এবং সিম্ফনি ফায়ারফক্স ওএস স্মার্টফোন সিম্ফনি গো ফক্স এফ১৫ নামে এই হ্যান্ডসেট বাজারে এনেছে।
এই ফোনে ফ্রি ইন্টারনেট ফান ওয়েজ ট্যাগলাইনের আওতায় গ্রামীণফোনের বন্ধু প্যাকেজের ব্যবহারকারীরা পাবেন অনন্য ওয়াওবক্স। যাতে থাকবে অনেক আকর্ষণীয় অফার। টেলিনর ডিজিটালের তৈরি করা ওয়াওবক্সে প্রবেশ করলেই গ্রাহকরা প্রতিদিন ২০ এমবি ইন্টারনেট ফ্রি পাবেন। নতুন এ ফোনে ফেসবুক, টুইটার এবং ইউটিউবের মতো জনপ্রিয় অ্যাপলিকেশনও থাকবে।
২৮ সেপ্টেম্বর থেকে হ্যান্ডসেটটি বাজারে পাওয়া যাবে। তবে ১৭ সেপ্টেম্বর থেকে অগ্রীম বুকিং দেয়া যাবে। অগ্রিম বুকিং দেয়া যাবে গ্রামীণফোনের ওয়েবে (www.grameenphone.com)।
মোজিলা সম্প্রতি ফায়ারফক্স ওএস’র ত্রুটি দূর করে নতুন এক নকশা চালু করেছে। এর অনন্য নতুন বৈশিষ্ট হচ্ছে ফায়ারফক্স নাইটলিতে একটি পরিপূর্ণ ডেলেলপমেন্ট আইডিই যার মাধ্যমে ডেভেলপরাররা খুব সহজেই ওয়েব অ্যাপ তৈরি করতে পারবেন।
মোজিলার সিটিও ড. আন্দ্রেয়াস গাল বলেন, ‘এশিয়াতে আরো বেশি ব্যবহারকারীর কাছে ফায়ারফক্স ওএস ফোন পৌঁছে দিতে, বাংলাদেশের শীর্ষস্থানীয় অপারেটর গ্রামীণফোন এবং সিম্ফনির সঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত। ফায়ারফক্স ওএসের ক্ষেত্রে মোজিলার মিশন- ‘অনলাইনে উন্মুক্ত, উদ্ভাবন এবং সুযোগের প্রসার’ এবং টেলিনরের ‘সবার জন্য ইন্টারনেট’ কৌশল উভয়ই বেশ কাছাকাছি।’
এ প্রসঙ্গে গ্রামীণফোনের সিইও বিবেক সুদ বলেন, ‘সবার জন্য ইন্টারনেট নিশ্চিত করার অংশ হিসেবে আমরা স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা আরো উপভোগ্য করতে এবং স্থানীয় কনটেন্ট তৈরিতে উৎসাহ দিতে প্রয়াসী। বাংলাদেশে এ ধরনের অফার এটাই প্রথম এবং দেশজুড়ে ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধির ক্ষেত্রে তা দারুন উৎসাহ দেবে বলে আমরা বিশ্বাস করি।’
টেলিনর ডিজিটালের প্রধান এবং টেলিনর গ্রুপের ইভিপি রলভ-এরিক স্পিলিং বলেন, ‘এ উদ্যোগের মাধ্যমে টেলিনর গ্রুপ তার সবার জন্য ইন্টারনেট প্রদানের লক্ষ্যকে আন্তরিকভাবে অনুসরণ করছে, যা বাংলাদেশের বাজারে কেবল কম খরচের স্মার্টফোন প্রচলনই নয় পাশাপাশি সহজ এবং সুলভে ইন্টারনেটের সুবিধা উপভোগের সুযোগ দিচ্ছে।’
গো ফক্স এফ১৫ এর কারিগরি বিশেষত্ব
• প্রসেসর: ১ গিগাহার্টজ সিঙ্গেল কোর
• ওএস: ফায়ারফক্স ১.৪
• ডিসপ্লে: ৩.৫ ইঞ্চি টিএফটি এইচভিজিএ (৩২০× ৪৮০)
• মেমরি: রম ৫১২ এমবি+ র্যাম ৫১২ এমবি
• ক্যামেরা: ৩.২ এমপি (রিয়ার)+ ০.৩ এমপি (ফ্রন্ট)
• ব্যাটারি: ১৪৫০ এমপিএইএচ লিথিয়াম আয়ন ব্যাটারি।