এবার দারুণ চমক দেখালো ব্যস্ত রাস্তায় চালকবিহীন বিশাল এক বাস !

চিত্র- বিচিত্র ডেস্ক- চালকবিহীন ছোট ছোট কার বানিয়েছে গুগল। অ্যাপলও এ নিয়ে কাজ এগিয়ে নিচ্ছে। স্বচালিত এসব গাড়িতে চড়ে বেশ উত্তেজিত যাত্রীরা। কিন্তু এবার ঘটনা ভিন্ন। নেদারল্যান্ডসে আমস্টারডামের একটি রাস্তায় নেমেছে চালকবিহীন বিশাল এক বাস!

পরীক্ষামূলকভাবে বাসটি রাস্তায় নামে। তাই ভেতরে যাত্রী সংখ্যা ছিল মাত্র ৬ জন। স্বচালিত বাসটি যাত্রীদের নিয়ে ২০০ মিটার পর্যন্ত সফলভাবে এগিয়ে যায়। এ বাসগুলো খুব শিগগরিই ডাচের কৃষি নির্ভর শহর ওয়াজেনিনগেন-এ দাপড়ে বেড়াবে।

ঘণ্টায় ৫ মাইল বেগে চলতে পারবে বাসগুলো। অর্থাৎ গতির দৌড়ে কোনো রেকর্ড করতে পারছে না। কিন্তু চালকবিহীন এত বড় একটি বাস এর আগে বিশ্বের কোনো রাস্তায় নামেনি। এই চালকবিহীন বাস তৈরির প্রজেক্টের টেকনিক্যাল ডিরেক্টর জেন উইলেম উইয়েল জানান, এটা একটা মাইলস্টোন।

ইতিমধ্যে এই অজ্ঞাতনামা বাসটির কয়েকটি পরীক্ষা হয়ে গেছে। এমন একটি বাস এই প্রথমবারের মতো রাস্তায় নামাটাও সহজ কথা নয়। টেসলা মডেল এস সেডান-এর পথ ধরেই এসব যান তৈরি করা হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। চালক ছাড়াই এসব গাড়ি তার গন্তব্যের পথে ছুটবে। প্রয়োজনমতো লেন বদলাবে।

পাবলিক ট্রান্সপোর্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্যাটেনবার্চ অব কোনেক্ট জানায়, গোটা বিশ্বে চালকবিহনীন গাড়ি প্রস্তুতের তোড়জোড় চলছে। তবে এই প্রথম একটি বিশাল পাবলিক ট্রান্ডপোর্ট সরাসরি রাস্তায় নামলো।

চলতি মাস থেকেই এ বাসটির উন্নতিকল্পে কাজ করে যাবেন গবেষকরা।

আগামী এপ্রিলে নেদারল্যান্ডস রটারডাম পোর্টে চালকবিহীন সেমি-ট্রাক চালু করবে। ২০১৯ সালের মধ্যে ইউরোপের এই সর্ববৃহৎ পোর্টে স্বয়ংক্রিয় কার্গো ট্রেন বিভিন্ন স্থানে মালামাল পরিবহন করবে। সূত্র : হাফিংটন পোস্ট

Facebook
Twitter
WhatsApp