উইকিলিকসে নতুন সার্চ ইঞ্জিন

এখন থেকে উইকিলিকসে আরও সহজে যে কোনো গোপন দলিলপত্র খুঁজে পাওয়া যাবে। চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে সাড়া জাগানো এ ওয়েবসাইটে যুক্ত হয়েছে নতুন সার্চ ইঞ্জিন। এতে কম সময়ে ব্যবহারকারীরা সঠিক তথ্য খুঁজে পাবেন। সম্প্রতি একটি পোস্টের মাধ্যমে নতুন সার্চ ইঞ্জিন যুক্ত করার তথ্য প্রকাশ করে উইকিলিকস। বিশ্বজুড়ে চমক জাগানো ওয়েবসাইটটিতে তথ্য খোঁজার নতুন অপসনটি অনেকটা গুগলের সার্চ ইঞ্জিনের মতো। সঠিক কি-ওয়ার্ড দিয়ে তথ্য খোঁজা হলে উইকিলিকসের সম্পূর্ন ডাটাবেস সন্ধান করে সার্চ ইঞ্জিনটি কাংখিত তথ্য প্রদর্শন করবে।

এ ছাড়া কোনো ভুল বানান কিংবা ভুল কি-ওয়ার্ড দিয়ে সার্চ করা হলে সঠিক বানানটির সাজেশন প্রদর্শিত হবে। একই সঙ্গে ডিফল্ট সার্চ ইঞ্জিনের পাশাপাশি রয়েছে এডভান্স সার্চ অপসন। যেখানে আরও সহজে তথ্য খুঁজে পাওয়ার জন্য যুক্ত করা হয়েছে অনুসন্ধান ফিল্টার। সাম্প্রতিক বছরগুলোতে দুষ্প্রাপ্য গোপন দলিল-পত্র বিশেষ করে মার্কিন গোপন নথি ফাঁস করে জুলিয়ান অ্যাসাঞ্জের তৈরি ওয়েবসাইট উইকিলিকস বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে।

Facebook
Twitter
WhatsApp