অল্প খরচে মহাকাশে ঘুরে বেড়াতে চাইলে এখুনি নাম পাঠান

ঢাকা: ভাবনার জগতে মহাকাশ ঘুরে বেড়ানো কঠিন কাজ নয়। কিন্তু বাস্তব জীবনে মহাকাশে ঘুরতে গেলে চাই কাড়ি কাড়ি টাকা আর যোগাযোগ। কিন্তু বিপুল পরিমান অর্থ সম্পদ না থাকলেও আপনি খুব সহজেই যেতে পারেন মহাকাশে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা মহাকাশে পাঠানোর এই সহজ ব্যবস্থা করছে। আর এই সুযোগে বিশ্বের আগ্রহী সবাইকে তাদের নাম পাঠাতে বলা হয়েছে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে।

আগ্রহীদের নাম বিশেষ মাইক্রোচিপে সংরক্ষণ করে একটি বিশেষ নভোযানে করে ২০১৬ সালে মহাকাশে পাঠানো হবে। নামসহ গবেষকদের এবারের মিশন পরিচালিত হচ্ছে বেনু নামের একটি গ্রহাণুতে। যা মূলত মনুষ্যবিহীন একটি রোবোটিক্স মিশন। এক হাজার ৭৬০ ফুট প্রশস্তের এই গ্রহাণুটিতে টানা দু’বছর ধরে চলছে এই রোবোটিক্স মিশন। গ্রহাণুটি থেকে বিভিন্ন গবেষণামূলক নমুনা সংগ্রহই হবে এর প্রধান কাজ। যাকে গবেষকরা নাম দিয়েছে ‘অরিজিনস স্পেকট্রাল ইন্টারপ্রিটেশন রিসোর্স আইডেন্টিফিকেশন সিকিউরিটি রিগোলিথ এক্সপ্লোরার (অসিরিস-রেক্স)।’

নাসার নির্দিষ্ট ওয়েবসাইট থেকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নাম পাঠানো যাবে। প্রকল্পটির পরিচালক অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের  গবেষক দান্তে লরেটা জানিয়েছেন, ‘অসিরিস-রেক্স মিশনটি সবার সঙ্গে শেয়ার করতে পেরে রোমাঞ্চিত। নিজের নাম মহাকাশে পাঠানোর এটা একটা অপূর্ব সুযোগ।’

আগ্রহী ভবিষ্যত নভোচারিরা নিজেদের নাম পাঠাতে পারবেন এই লিংটিতে

Facebook
Twitter
WhatsApp