প্রযুক্তি ডেস্ক : দশ বছর আগে এক দুর্ঘটনায় হাত হারানো ডেনমার্কের ডেনিস আবো কৃত্রিম হাতটি লাগিয়েই বলে উঠলেন ‘অবিশ্বাস্য! এটা ম্যাজিক! যেন হারানো হাতকে অনুভব করছি! ৩৬ বছর বয়সী আবো বিশ্বের প্রথম ব্যক্তি যার শরীরে অস্ত্রোপচারের মাধ্যমে পরীক্ষামূলকভাবে হাতটি লাগানো হয়েছে। চিকিৎসা বিজ্ঞানীরা তার হাতের ওপরের বাহুর স্নায়ুকোষের সঙ্গে সংযোগ ঘটিয়ে দিয়েছেন কৃত্রিম হাতটির। চোখ বন্ধ থাকা অবস্থায় হাতে ধরে আবো বলতে পারছেন তিনি কোন আকারের জিনিস স্পর্শ করছেন। এটির নমনীয়তাও অনুভব করতে পারছেন তিনি। ইতালি, সুইজারল্যান্ড ও জার্মানির একদল বিশেষজ্ঞ দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর এ সফলতা দেখাতে পেরেছেন। রোমে আবোর শরীরে কৃত্রিম হাতটি লাগানো হয়। নিঃসন্দেহে অত্যন্ত ব্যয়বহুল এ হাত। স্পর্শের অনুভূতি পেয়ে আর কাটা হাতে থাকতে চান না আবো। তিন বলছেন, তারা যদি এটি আমাকে স্থায়ীভাবে দিতে চান তবে আমি অবশ্যই এটি নিতে প্রস্তুত।
