৭ মাসে ৩৬৪টি বই পড়া শেষ ৯ বছরের শিশুর

অনলাইন আপডেট ডেস্ক:মাত্র ৯ বছর বয়স ফেইথ জ্যাকসনের। বই পড়তে ভীষণ ভালোবাসে সে। আর সেই অকৃত্রিম ভালোলাগা থেকে শৈশবেই বৃটেনের চেশায়ার কাউন্টির অ্যাশলি গ্রামের ফেইথ যা করেছে, তা যে কোন বইপোকা বোদ্ধার কপালেও ভাঁজ ফেলে দেবে। মাত্র ৭ মাসেই ৩৬৪টি বই পড়া শেষ করেছে শিশুটি। টেলিভিশন ও কম্পিউটার গেইমস থেকে দূরে থাকা ফেইথ হ্যারি পটার সিরিজের বই পড়তে পছন্দ করে। জীবজন্তু, জাদু বা রোমাঞ্চকর বিষয়ের ওপর লেখা বই পড়তে সবচেয়ে বেশি ভালোবাসে ফেইথ। যে প্রাইমারি স্কুলে ফেইথ পড়ছে, সেখানকার এক শিক্ষক ২ বছর আগে তাকে বই পড়ার জন্য ভীষণ অনুপ্রেরণা ও উৎসাহ দেন। সেখান থেকেই বই পড়ার প্রতি তীব্র ঝোঁক তৈরি হয় তার মধ্যে। ‘হাউ টু ট্রেইন ইওর ড্রাগন’ গ্রন্থের লেখিকা ক্রেসিডা কাওয়েল তো এরই মধ্যে ফেইথকে তার অভূতপূর্ব শখ ও অর্জনের জন্য সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করেছেন। ফেইথের মা বলছিলেন, তার ছোট্ট মেয়েটি তাকে বলে টিভি দেখা বা কম্পিউটার গেইমস খেলার মতোই রোমাঞ্চকর অনুভূতি রয়েছে বই পড়ার মধ্যে। কারণ, বই পড়লে কল্পনাশক্তিকে ব্যবহার করতে হয়। ফেইথের জীবন কিন্তু শুধু বইতেই সীমাবদ্ধ নয়। সে আত্মরক্ষার জন্য কারাতে প্রশিক্ষণ নিচ্ছে, নেটবল খেলতে পছন্দ করে এবং প্রতি সপ্তাহে ৪ ঘণ্টা জিমন্যাস্টিকসের কসরতও করে। জিমন্যাস্টিকস শিখতে টেলিভিশনের কিছুটা সহায়তা নেয় বটে। তবে সেটাও শেখারই প্রয়োজনে।

Facebook
Twitter
WhatsApp