ডেস্ক: ‘শখের তোলা আশি টাকা’। কথাটি আবারো প্রমাণ করলেন ভারতের এক কৃষক। পাঞ্জাব প্রদেশের ঝলুর গ্রামের ওই চামকোর সিং ওরফে হ্যাপ্পি সিং লুধিয়ানার গুরপ্রতাপ সিংয়ের কাছ থেকে একটি মাড়ওয়ারী গোড়ার সাবক কিনেছেন ৩১ লাখ রুপি দিয়ে।
এটি রাজস্থানের রোহটগড়ের ঐতিহ্যবাহী ঘোড়া। মূল্যবান এই অশ্বসাবকটি দেখতে হ্যাপ্পি সিংয়ের বাড়িতে ভিড় পড়েছে।
হ্যাপ্পি সিংয়ের দাবি, তিনি পাঞ্জাবের মধ্যে সবচেয়ে বেশি দামে এই ঘোড়া কিনেছেন। এই ঘোড়াটি ছাড়াও আরো পাঁচটি মূল্যবান ঘোড়া রয়েছে। সূত্র: দৈনিক জাগরণ (হিন্দি)।