২৪ বছর পর জানা গেল ‘ব্রেন’ নেই

নিউজ ডেস্ক : জীবনের চব্বিশ বছর কাটিয়ে দেওয়ার পর এক মহিলা জানতে পারল তাঁর ব্রেনের মূল্যবান অংশই নেই। চীনের এই মহিলার হঠাৎ মাথা ঘোরা ও বমি হতে থাকে। পরে জিনান মিলিটারি হাসপাতালে তাকে ভর্তি করা হলে স্ক্যান করেন ডাক্তাররা। কিন্তু এক্সরে প্লেটে যে ছবিটা দেখা গেছে, তা সত্যি বিস্ময়কর।

ব্রেনের মূল্যবান অংশ সেরিবেলাম। যাকে ‘ছোটা দিমাক’ বলে আমরা চিনি, তা অদৃশ্য রয়েছে। সেখানে সেরিব্রস্পাইনাল ফ্লুইডে ভর্তি। কিন্তু ডাক্তাররা এটি নিয়ে দ্বন্দ্বে রয়েছেন, কীভাবে এই মহিলার ব্রেন স্বাভাবিক কাজ করছে। যদিও তাঁর মা জানিয়েছেন, ছয় বছর পর্যন্ত সে সুস্থ ছিল, কিন্তু আস্তে আস্তে দুর্বল হতে থাকে। ডাক্তাররা জানিয়েছেন, এই মহিলা নয় জনের এলিট ক্লাবের সদস্য হলেন, যাঁদের সেরিবেলাম অর্থাৎ লঘু মস্তিস্ক ছাড়াই জীবনযাপন করছেন। কিন্তু জটিল রোগে আক্রান্ত রোগীরা যৌবনের গন্ডি পেরোতে পারেন না। ব্রেনের এই ছোট্ট মূল্যবান অংশটি শরীরের ভারসাম্য রক্ষা করে। ব্রেনের ৫০ শতাংশ নিউরন থাকে এখানে।

Facebook
Twitter
WhatsApp