স্রষ্টার সান্নিধ্য লাভের জন্য ঘাস সেবন !

অনলাইন আপডেট
খোদার সান্নিধ্য লাভের জন্য ঘাস সেবন !

ভিন্ন খবর ডেস্ক :পৃথিবীতে বিভিন্ন ধর্মে নানা মতের মানুষ আছে। তারা স্রষ্টার সান্নিধ্য লাভের জন্য নানা মত দিয়ে থাকেন। এবার দেখা গেল ভিন্ন একটি মত। আফ্রিকান ধর্মপ্রচারক লেসেগো ড্যানিয়েল স্রষ্টার সান্নিধ্য লাভের জন্য সবাইকে ঘাস খেতে বলেন। তিনি নিজেও নিয়মিত ঘাস খান। এই ধর্মপ্রচারকের আবার অনেক অনুসারী আছে।

তিনি বলেন, মানবজাতি স্বাধীন। তারা বেঁচে থাকার জন্য তার যা ইচ্ছা তা খেতে পারে। তাছাড়া শরীরের রোগ নিরাময়ের জন্যেও ঘাস খাওয়ার প্রয়োজন আছে।

সম্প্রতি ডানিয়েল তার ঘাস খাওয়া ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করেন এবং সবাইকে ঘাস খেতে উৎসাহিত করেন। এনিয়ে সারাবিশ্বের বিভিন্ন সমাজের মানুষের মধ্যে ব্যাপক তোলপাড় শুরু হয়। নানাজনে নানা মন্তব্য করতে থাকেন। কিন্তু তিনি কাউকে তোয়াক্কা করেননা। তিনি তার এই মতাদর্শের উপর এখনো অটল আছেন।

ড্যানিয়েল এর ভক্ত রোজমারি ফেতহা বলেছেন, আমরা নিয়মিত ঘাস খাই। এটি খোদার সান্নিধ্য লাভের অন্যতম মাধ্যম। আমরা ঘাস খাওয়ার পর থেকে অনেক ভালই আছি। সহজে যেকোন কাজ করতে পারি।

Facebook
Twitter
WhatsApp