বয়স এখনো দশের কোঠা পেরোয়নি। কিন্তু তার আগেই সফলভাবে নিজের ছোট বোনকে পৃথিবীর আলো দেখাতে সাহায্য করলো যুক্তরাষ্ট্রের শিকোগো শহরের ছোট্ট মেয়ে আলিশা মেজা। আর এতেই সে হয়ে উঠেছে শিকাগোর সেরা বোন।একটি সংবাদ মাধ্যমকে আলিশা জানায়, সম্প্রতি হঠাৎ করেই প্রসব বেদনা শুরু হয় তার মায়ের। কিছুক্ষণ পর আলিশার মনে হয়, মায়ের গর্ভস্থ শিশুটি যেনো বাইরে বেরিয়ে আসছে। আর তার পরেই সে মাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়।
সেদিনের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আলিশা বলে, ‘মাকে বলি চাপ দিতে, শিশুটি বাইরে এলেই আমি ধরে নেবো। মা ভয় পেয়ে যায়। কিন্তু আমি ছোট্ট বোনকে সময়মতো কোলে নিয়ে নেই। তোয়ালে দিয়ে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরি তাকে। বোনের শরীরে একটু বেগুনি ভাব থাকায় আমি প্রতিবেশীদের ডেকে আনি।’
ছোট্ট আলিশা যে শুধু জন্মের সময় রক্তমাখা বোনকে সময় মতো কোলে নিয়েছে তাই নয়, ছোট্ট শিশুটির গলায় জড়িয়ে থাকা আম্বিলিকাল কর্ডও সফলভাবে ছাড়িয়েছে সে।জন্মের পর প্রতিবেশীরাই আলিশার মা ও শিশুকে হাসপাতালে নিয়ে যান। বর্ষবরণের দিন বাড়ি ফিরেছেন তারা।
আলিশা জানিয়েছে টিভিতে দেখা একটি শো থেকেই শিশু জন্মের পদ্ধতি শিখেছিল সে। ভবিষ্যতে প্যারামেডিক হওয়ার স্বপ্ন দেখে সে।