যুক্তরাষ্ট্রে ৪০ হাজার পিরানহা পাচার!

নিউজ ডেস্ক : সারাবিশ্বে অত্যন্ত ভয়ংকর এবং আগ্রাসী মাছ হিসেবে পরিচিত ‘পিরানহা’। যুক্তরাষ্ট্রের ২৫টি প্রদেশে পিরানহা চাষ এবং খাওয়া আইনত দণ্ডনীয়। সম্প্রতি দেশটিতে প্রায় ৪০ হাজার পিরানহা পাচারের দায়ে অভিযুক্ত হলেন ৬৬ বছর বয়সী জোয়েল রকার নামের এক মাছ ব্যবসায়ী।

২০১১ সাল থেকে আমেরিকায় পিরানহা মাছ খাওয়া কিংবা চাষ করা বেআইনি। ২০১১ এবং ২০১২ সালে রকার হংকং থেকে নিউইয়র্কে মোট ৪০ হাজার পিরানহা পাচার করে আনেন। এসব পিরানহা প্রতিটি ১ ডলার দামে বিক্রয় করেন।

মাছ চোরাচালানের বিষয়টি মার্কিন সরকারের অগোচরে হলেও ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের এক প্রতিবেদনে উঠে এসেছে রকারের পিরানহা ব্যবসার ইতিবৃত্ত। আর আাদালত জোয়েল রকারকে সর্বমোট ৭০ হাজার ডলার জরিমানা করেন।

Facebook
Twitter
WhatsApp