মানুষের মস্তিস্ক চুরি

আন্তর্জাতিক:
এবার জাদুঘর থেকে মানুষের মস্তিস্ক চুরি করে অনলাইনে বিক্রি করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিশের এক ব্যক্তি। সম্প্রতি এ অভিযোগে ডেভিড চার্লিস নামে ২১ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তার বিরুদ্ধে অভিযোগ তিনি, যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা মেডিকেল হিস্ট্রি মিউজিয়াম থেকে অবৈধভাবে একজন মৃত মানসিক রোগীর মস্তিস্ক চুরি করে তা অনলাইনে বিক্রি করেছেন।
জানা যায়, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মেরিটাইম কাউন্টির প্রসিকিউটর আদালতে দাখিল করা অভিযোগ পত্রে জানান, জাদুঘরের কর্মী ডেভিড গত অক্টোবরে সেখান থেকে সংরক্ষণ করে রাখা মানুষের মস্তিস্কের কমপক্ষে ৬০টি জার এবং বেশ কয়েকটি অঙ্গ-প্রত্যঙ্গ চুরি করেন। এরপর সেগুলো একজন মধ্যস্ততাকারীর মাধ্যমে অনলাইনে একটি নিলাম প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেন।
কিছুদিন আগে জাদুঘরটির প্রধান মেরি অ্যালান ক্যালিফর্নিয়া থেকে অজ্ঞাত এক ব্যক্তির ফোন পান। ওই ব্যক্তি তাকে জানান তিনি একটি নিলামকারী ব্যবসায়িক সাইট থেকে ৬০০ ডলারে মানুষের ৬টি মস্তিস্ক কিনেছেন। এরপরেই মেরি অ্যালান জাদুঘরের কর্মীদের সব জানালে ডেভিডের চুরির বিষয়টি সবার নজরে আসে।
অভিযুক্ত ডেভিড চার্লিকে গত ১৬ ডিসেম্বর গ্রেপ্তার করেছে পুলিশ।
Facebook
Twitter
WhatsApp