মঙ্গলের মাটিতে রহস্যময় পাথর

ডেস্ক:
পৃথিবীর প্রতিবেশী লোহিত গ্রহ মঙ্গলের মাটিতে রহস্যময় একটি ছোট পাথরের সন্ধান পেয়েছে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা প্রেরিত রোবট যান রোভার অপর্চুনেটি। বাতাসবিহীন মঙ্গলে অপর্চুনেটির তোলা ছবিতে এই পাথরটি আগে ওই স্থানে দেখা যায়নি। এছাড়া সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ছবিতে একটি জেলি ডোনাট সাইজের পাথরটিকে গড়াতে দেখা যায়।
সম্প্রতি এই রহস্যময় পাথর নিয়ে মঙ্গলে অপর্চুনেটির অবতরণের ১০ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সার্বিক আলাপ হয়। নাসার বিজ্ঞানী স্টিভ স্কুইরেস অনুষ্ঠানে উপস্থিত সবার কাছে এই পাথর সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। ওই পাথরটি হঠাৎ করে কিভাবে সেখানে এলো তা নিয়ে এখনো বিজ্ঞানীরা কিছু জানেন না বলেও জানান স্টিভ।
তবে পাথরটি জেলি ডোনাটের (জেলির পুর দেয়া একধরনের কেক) মতো দেখতে হলেও আসলে যে তা নয় এ ব্যপারে বিজ্ঞানীরা নিশ্চিত বলেই জানিয়েছেন।
এ ব্যপারে স্টিভ বলেন, ‘আমরা সেখানে এ ধরনের কিছু আগে দেখিনি। ওখানে প্রচুর পরিমাণে সালফার ও ম্যাগনেসিয়াম আছে। দুবার আমরা এই দুইয়ের মিশ্রণে সৃষ্ট ম্যাঙ্গানিজ পেলেও এ ধরনের জিনিস প্রথম দেখলাম।এ নিয়ে আমরা কিছুটা বিভ্রান্ত হলেও চমৎকার সময় কাটছে।আমাদের গবেষকরা প্রত্যেকেই এখন এ নিয়ে ভাবছে ও পরস্পরের মধ্যে যুক্তি তর্ক করছে।’ তিনি মঙ্গলের রহস্যময় এই পাথরটির নাম দেন ‘পিনাকল আইল্যান্ড’ বা ‘শীর্ষ দ্বীপ’।
তবে আরেকটি ধারণার কথাও উল্লেখ করেছেন বিজ্ঞানীরা।হতে পারে এটি রোভার অপর্চুনেটির চাকা থেকে খসে পড়া কোনো বস্তু।রোভার অপর্চুনেটির গতির ফলে তা ইরে পড়েছে। তাই আগে সেটিকে ওই অঞ্চলে দেখা যায়নি।
উল্লেখ্য, ২০০৪ সালের ২৫ জানুয়ারি রোভার অপর্চুনেটি ইতিহাস তৈরি করে মঙ্গল পৃষ্ঠে অবতরণ করে। তবে ২০১২ সালেও অপর্চুনেটির চেয়েও শক্তিশালী আরেকটি রোবট যান কিউরিসিটিকে মঙ্গলে পাঠানো হয়।
Facebook
Twitter
WhatsApp