ব্যর্থ প্র্রেমের যন্ত্রণা সইতে না পেরে ৬২ তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করলো কিশোর প্রেমিক

আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: প্রেমিক তাকে বলেছিলো,‘ আমাকে ভুলে যাও।আমি আর তোমাকে ভালোবাসি না।’ এতেই হৃদয় ভেঙ্গে খান খান। ব্যর্থ প্র্রেমের যন্ত্রণা সইতে না পেরে ৬২ তলা ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে কিশোর প্রেমিক।
গালফ নিউজ অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে ১৭ বছর বয়সী ওই আফগান তরুণের নাম ঘ. এ.এ বলে উল্লেখ করা হয়। শুক্রবার রাত দশটার দিকে আরব আমিরাতের খালিদ লাগুন এলাকায় এ আত্মহত্যার ঘটনাটি ঘটে।
নিহতের ভাই পুলিশকে জানান, ঘ.এ.এ ভালোবাসতো সমবয়সী এক আফগান কিশোরীকে। দুজন একই স্কুলে পড়তো। রোজ স্কুলে যেতো একই স্কুলবাসে চড়ে। কিন্তু অতি সম্প্রতি তার প্রেমিকা তাকে জানায়, সে আর তার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। এতেই মানসিকভাবে ভেঙ্গে পড়ে । মানসিক যন্ত্রণা সইতে না পেরে শুক্রবার নিজের ঘরের জানালা দিয়ে নিচে লাফ দেয় সে।
রাস্তায় মৃতদেহটি পড়ে থাকতে দেখে এক পথচারী পুলিশকে ফোন দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং লাশ হাসপাতালে স্থানান্তর করে। পরে তারা নিহতের প্যান্টের পকেট থেকে ব্ল্যাকবেরি ফোনটি খুঁজে পায়। তার বাবার ফোন নাম্বার বের করে তাকে ফোন দেয় পুলিশ।আত্মঘাতী ঘ’য়ের বাবা ও ভাই হাসপাতালে এসে তার লাশ সনাক্ত করে। এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।
Facebook
Twitter
WhatsApp