ডেস্ক : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়ে এবার হবে ক্রিকেট ম্যাচ। চ্যারিটির জন্য আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বত চূড়ায় হতে চলেছে এই ম্যাচ। মাটি থেকে প্রায় ৫ হাজার ৭৮৫ মিটার উঁচুতে হতে চলেছে ম্যাচটি। এর আগে এত উঁচুতে কখনও কোন প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচ খেলা হয়নি। গিনেস বুক অফ ওয়ার্ল্ডে ওঠার জন্য আইসিসির সব নিয়ম মেনেই হবে এই ম্যাচ।
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার মাখায়া এন্থনি, প্রাক্তন ব্রিটিশ স্পিনার অ্যাসলে জাইলস, দুই বিখ্যাত নারী ক্রিকেটার হেথার নাইট, কার্লে কোনোর সহ বেশ কিছু ক্রিকেটার কিলিমাঞ্জারো পর্বতের এই ম্যাচে খেলবেন। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) স্বীকৃত চারজন আম্পায়ার খেলাটি পরিচালনা করবেন। পর্বত চূড়ায় আর্টিফিসিয়াল পিচ বসানোর কাজ শুরু হয়ে গেছে।
এত উঁচুতে ম্যাচ হওয়ায় ক্রিকেটারদের শারীরিক অবস্থা নিয়ে চিন্তা রয়েছে। আয়োজকরা অবশ্য বলছেন, এসব নিয়ে সমস্যা হবে না। তবে ওভারের শেষের দিকে বল করতে কিছুটা অসুবিধা হবে বোলারের। এন্থনির মত পেসারকেও হয়তো ওভারের শেষের দিকে স্পিন বল করতে হবে।