ধূমপানের কারনে ৬ বছরের কারাদণ্ড!

ধূমপানের দায়ে শাস্তির বিধান রয়েছে অনেক দেশেই। সেসব দেশে আইনের সাহায্যে প্রকাশ্যে ধূমপান দমন করার পদক্ষেপও নেওয়া হয়। এক্ষেত্রে শাস্তি দেওয়া হয় বড় জোর ভৎসনা থেকে শুরু করে জরিমানা পর্যন্ত। তবে ধূমপানের দায়ে ৬ বছরের ‘কারাদণ্ড’, এটা অবাক করার বিষয়।

এমনই শাস্তির শিকার হতে হয়েছে ব্রিটেনের কলিন গোলডিংকে। ধূমপানের অপরাধে ৬ বছরের কারাদণ্ড জুটলো ৩১ বছর বয়সী এই শ্রমিকের। তবে প্রকাশ্যে ধূমপানের জন্য নয়, নিজের সিগারেট থেকে ফ্যাক্টরিতে আগুন ধরে যাওয়ায় তাকে এ শাস্তি ভোগ করতে হয়েছে।

ডেইলি মিরর পত্রিকা জানিয়েছে, কলিন এক চিপসের প্যাকেট তৈরির কারখানায় কাজ করতেন। কিন্তু ভুলে কোম্পানির আইন ভঙ্গ করে তিনি গুদামঘরে ধূমপান করেন। যেখানে অনেক দাহ্য পদার্থ ছিল। এসময় কোম্পানির এক উর্ধ্বতন কর্তৃপক্ষ চলে এলে কলিন তড়িঘড়ি করে সিগারেট ফেলে দেন। তারপর সেখান থেকে চলে আসেন।

ফেলে আসা সেই সিগারেট থেকেই সূত্রপাত হয় আগুনের। ১০ মিনিটের মধ্যে আশপাশের মালামালে আগুন লেগে যায়। এক পর্যায়ে পুরো কারখানায় তা ছড়িয়ে পরে।

ব্যস, চললো তদন্ত, মামলা গড়ালো আদালতে। কারখানার শতাধিক কর্মী হলো ছাটাই। যেখানে কলিনের বাবা-মাও ছিলেন। তদন্তে বেরিয়ে এলো কলিনের অসচেতনতা। এর শাস্তি স্বরূপ তিনি পেলেন ৬ বছরের কারাদণ্ড।

আদালত কলিনের বিষয়ে বলেছিল, “তার বুদ্ধিবৃত্তিক পর্যায় এখনও কিশোরের মতো রয়ে গেছে।”

বিচারক জানান, কারখানায় সিগারেট ধরানো অবশ্যই একটি বড় ধরণের ঝূঁকি। সেসময় আদালত যেকোনো কারখানাকেই ‘ম্যাচের বাক্স’ বলে অভিহিত করে।

Facebook
Twitter
WhatsApp