ডেস্ক : বেলজিয়ামের পার্লামেন্টে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশুদের স্বেচ্ছামৃত্যুর অনুমোদন দিয়ে একটি বিল পাশ করা হয়েছে। এ ক্ষেত্রে কোন বয়সসীমাও রাখা হয়নি। তার মানে দূরারোগ্য রোগে আক্রান্ত যে কোন বয়সের শিশুকেই স্বেচ্ছামৃত্যুতে সহায়তা করা যাবে।
রাজার স্বাক্ষরের পর বিলটি কার্যকর হলে বেলজিয়ামই হবে বিশ্বের প্রথম দেশ যেখানে স্বেচ্ছামৃত্যুর জন্য কোন বয়সসীমা নির্ধারণ করা হয়নি।
দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশুদের নিজের বা তাদের পিতামাতার অনুরোধে এ ধরনের মৃত্যুতে সহায়তা করা যাবে।
১২ বছর আগেই বেলজিয়াম বৃদ্ধদের জন্য এ ধরনের মৃত্যুর অনুমোদন দিয়েছিল।
বেলজিয়ামের প্রতিবেশী নেদারল্যান্ডে ১২ বছরের বেশী বয়সী শিশুদের জন্য এ ধরনের মৃত্যুর অনুমোদন দেওয়া হয়ে থাকে। তবে এ ক্ষেত্রে পিতামাতার অনুমোদন লাগে।