ইন্টারনেট ডেস্ক:
অ্যাশেজে ইংল্যান্ডের হার বাঁচাতে না পারলেও এক ইংরেজ তরুণের প্রাণ বাঁচালেন ইংল্যান্ড দলের উইকেটরক্ষক ম্যাট প্রায়র। নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিলেন ওই তরুণ। তখনই পেছন থেকে এসে তাঁকে ধরে ফেলেন ম্যাট। পুলিশের হাতে তাকে তুলে না দেয়া পর্যন্ত তার সঙ্গে বসে বসে গল্পও করেন।
প্রায়রের সঙ্গে ছিলেন স্টুয়ার্ট ব্রডও। বুধবার ভোররাতে বার্মি আর্মির এক চ্যারিটি অনুষ্ঠান সেরে ফিরছিলেন প্রায়র, স্টুয়ার্ট ও ইংল্যান্ড দলের নিরাপত্তা অফিসার টেরি মিনিশ। তখনই সিডনির ডার্লিং হারবারে পায়রমন্ট ব্রিজের উপর তারা দেখেন এক তরুণ তার জুতো খুলে, ওয়ালেট ও সেল ফোন জলে ছুড়ে ফেলে দিয়ে জলে ঝাঁপ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন। গাড়ি থেকে নেমে নিঃশব্দে সেই তরুণের পেছনে গিয়ে তাকে ধরেন ম্যাট।