অনলাইন আপডেট :
একটা সময় চাকরি জন্য হন্যে হয়ে ঘুরতেন অ্যানসটাসিয়া। বলতেন, আমার মতো চুল আর কারো নেই। তার চুল যা পারে তা কেউ পারেন না। কিন্তু তাতে মন গলতো না কারো। এরপর সেই অ্যানটাসিয়া ঢুকলেন সার্কাসের দলে।
চুলের জোর দেখিয়ে সেই অ্যানসটেসিয়াই এখন গোটা বিশ্বের নজর কাড়ছেন। কয়েক দিন আগেই তার চুলের জোরে ৪ টনের একটা ভারি গাড়িকে টেনে নিয়ে গেলেন তিনি।
বায়োকমিস্টের ছাত্রী অ্যানসটেসিয়ার জন্ম পোলান্ডে। কিন্তু পড়াশোনার জন্য তিনি লন্ডনে চলে যান। এরপর ঘটনাপ্রবহে তিনি দেখাতে থাকে নিজের চুলের কেরামতি। তার চুলের জোর এত যে, শক্তিমান পালোয়ানরা যা পারে না সেটা তিনি করে দেখিয়ে দেন অনায়াসে। ৫৩ কেজির একজন মানুষকে শুধু চুল দিয়ে তুলে নামিয়ে দেখান তিনি। গিনিস বুক অফ ওয়ার্ল্ডে জায়গাও পায় এই কীর্তি।
চুল দিয়ে চার টনের গাড়ি টেনে অবাক করা এ কন্যা এবার হতে চান বন্ড গার্ল। অ্যানসটাসিয়া বললেন, বন্ড গার্ল হিসেবে অভিনয় করার সব যোগ্যতাই আছে তার।
সূত্র : জি নিউজ।