ভিন্ন খবর ডেস্কঃ কুকুরের কামড়ে মৃত্যু হল দুই বছর বয়সী এক মেয়ে শিশুর। কয়েকটি বেওয়ারিশ কুকুর রাস্তার পাশে একটি ঝুপড়িঘরে ঢুকে শিশুটিকে টেনে নিয়ে যায় বলে স্থানীয়দের বরাতে জানিয়েছে এনডিটিভি।
গত বুধবার ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের কৃষ্ণা জেলার কাঞ্চিকাচেরলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। কাঞ্চিকাচেরলা থানার কর্মকর্তা কে এস রাও জানান, গত বুধবার বিকেলে বাড়ির সামনের রাস্তায় খেলছিল শিশুটি। সে সময় তাঁর মা-বাবা দুজনেই কাজে বাইরে ছিলেন।
খেলার সময় ওই শিশুটিকে তাড়া করে কয়েকটি রাস্তার কুকুর। একপর্যায়ে শিশুটি ভয়ে ঘরের ভেতর আশ্রয় নিলে ঘরে ঢুকে তাকে কামড়ে পাশের জঙ্গলে টেনে নিয়ে যায় কুকুরগুলো।
সন্ধ্যায় ঘরে ফিরে পরিবারের সদস্যরা শিশুর খোঁজ শুরু করে। পরে জঙ্গল থেকে শিশুটির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়।