ডেস্ক রিপোর্ট : মানুষ নিজের পোশাকের ব্যাপারে বেশ সচেতন। তেমনি খেলোয়াড়রাও। পোশাকের কারণে খোলোয়াড়দের চেনা যায় খুব সহজে। অনেকে প্রিয় খেলোয়াড়ের মতো পোশাক পরে নিজেকে সুন্দর করে তোলেন। পোশাকের মাধ্যমে শালীন-অশালীন বিষয়টি উঠে আসে।
শালীনতা বজায় রাখার জন্য খেলোয়াড়দের পোশাকের ক্ষেত্রে কোনো মানদণ্ড না থাকলেও বর্তমানে কলম্বিয়ার একটি নারী সাইকেল টিমের অদ্ভুত পোশাক বিশ্বজুড়ে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
ভালো করে না দেখলে আপনি বুঝতেই পারবেন না যে তারা নগ্ন, না পোশাকে আবৃত।
আন্তর্জাতিক সাইক্লিং ইউনিয়ন (আইএসইউ) তাদের ওই পোশাক নিষিদ্ধ না করলেও ব্যাপক সমালোচনা করেছে। পাশাপাশি অতিসত্বর ওই পোশাক বাদ দেওয়ার জন্য কলম্বিয়ার সাইক্লিং কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
তবে এসব সমালোচনা ও আহ্বান খারিজ করে দিয়েছে ওই সাইকেল টিমের খোলোয়াড়রা। তারা জানিয়েছেন, এ পোশাক পরার ক্ষেত্রে খারাপ কিছু দেখছেন না তারা।
এ ব্যাপারে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনও করেছেন তারা।
সম্মেলনে টিমের এক সদস্য অ্যানজি রোজার্স বলেন, ‘আমরা ইতিমধ্যে বলেছি যে ইউনিফর্মটি একজন ক্রীড়াবিদ, নারী ও সাইক্লিস্ট হিসেবে বানানো হয়েছে। এ ধরনের পোশাকের ব্যাপারে আমরা লজ্জিত নই।’
তথ্যসূত্র : ডেইলি মেইল।