ভিন্ন খবর : যুগের পর যুগ ধরে শুনে আসছি যে পৃথিবীতে নারীরাই কেবল অনিরাপদ। কোনো নারীকে একা পেলেই অনেক লম্পট পুরুষ সুযোগ বুঝে তার ওপর হামলে পড়ে তাকে ধর্ষণ করে। তবে এই পৃথিবীতে এমনই এক দেশের সন্ধান মিললো , যেখানে মেয়েদের থেকে অনেক বেশি ধর্ষিত হতে হয় ছেলেদের।
ভাবছেন সে দেশটির নাম কী! দেশটির নাম শুনলে আপনি চমকে যাবেন। এমন আধুনিক দেশেও এমন ঘটনা ঘটছে!
দেশটির নাম আপনি আগে শোনেননি, তেমনও নয়। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রেই নারীদের চেয়ে পুরুষকে বেশি ধর্ষিত হতে হয়। এর কারণ, সে দেশের জেলের পদ্ধতি। জেলের মধ্যে বা সামাজিক ক্ষেত্রেও সে দেশে সমকামিতা যে বেশি। তাই যে সমস্ত পুরুষ অপরাধ করে জেলে যায়, তাদের জেলের মধ্যেও ধর্ষণ করা হয় বহু ক্ষেত্রে। আর এই সংখ্যাগুলো যোগ করে দেখা যাচ্ছে, প্রতিবছরই যুক্তরাষ্ট্রে মেয়েদের থেকে অনেক বেশি ধর্ষিত হতে হয় ছেলেদের।