একই দিনে বিয়ে করলেন তিন ভাই

কুষ্টিয়া কুষ্টিয়া: শহরতলির জুগিয়া এলাকায় একই দিনে বিয়ে করলেন তিন ভাই।আজ সকালে তিন ভাই মহাসিন আলী, মুকুল হোসেন ও বকুল হোসেন পৃথক তিনটি এলাকায় বিয়ে সেরে বিকেলে বউ নিয়ে বাড়ি ফিরেছেন। মহাসিন আলী কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলায়, মুকুল হোসেন রাজবাড়ীর পাংশায় ও বকুল কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহে বিয়ে করেন। বরপক্ষের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, জুগিয়া এলাকার মৃত হোসেন আলীর ছয় ছেলে ও দুই মেয়ে। তাদের মধ্যে ১৬ বছর আগে দুই মেয়ের একই দিনে বিয়ে হয়। এ ছাড়া বড় তিন ছেলের বিয়ে পৃথক দিনে সম্পন্ন হয়। বাকি তিন ছেলে শুক্রবার সকালে বরযাত্রী নিয়ে পৃথকভাবে বিয়ে করতে যান। বউ নিয়ে ফেরার পথে বিকেল সাড়ে পাঁচটার দিকে তারা কুষ্টিয়া পৌরসভায় সমবেত হন। এরপর তিন বরযাত্রীর গাড়িবহর বাদ্যযন্ত্র বাজিয়ে শহর প্রদক্ষিণ করে জুগিয়ার বাড়িতে চলে যায়।

Facebook
Twitter
WhatsApp