২১০০ সালের মধ্যে আপনি সহ ১১শ’ কোটি ছাড়িয়ে যাবে বিশ্বের জনসংখ্যা

অনলাইন আপডেট, ডেস্ক : ২১০০ সালের মধ্যে বিশ্বের জনসংখ্যা ১১শ’ কোটি ছাড়িয়ে যাবে। জনসংখ্যার এই বৃদ্ধির সিংহভাগ ঘটবে আফ্রিকা মহাদেশে। ‘২১০০ সালে বিশ্বে জনসংখ্যা হবে ১১শ’ কোটি’

জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় পরিচালিত এক যৌথ গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। এতে বলা হয়, বর্ধিত জনচাপে জলবায়ুতে নেতিবাচক প্রভাব, দারিদ্র্য বৃদ্ধি এবং সংক্রামক রোগের বিস্তারসহ বিভিন্ন সমস্যা তৈরি হবে।

প্রতিবেদনে বলা হয়, আধুনিক পরিসংখ্যান পদ্ধতিতে পরিচালিত এ গবেষণায় বিভিন্ন দেশের জনসংখ্যা সম্পর্কিত সরকারি তথ্য-উপাত্তের সঙ্গে জনসংখ্যা বিশেষজ্ঞদের মতামতের সমন্বয় ঘটিয়ে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। বিবেচনা করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের ভবিষ্যৎ গড় আয়ু ও সেসব দেশের নারীদের গড় উর্বরতা হার।

এতে বলা হয়, আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের দেশগুলোতে জন্মহার আনুমানিক হারে কমেনি। ফলে ২১০০ সালে আফ্রিকার জনসংখ্যা এখনকার চেয়ে চারগুণ বেড়ে ৪০০ কোটিতে পৌঁছবে।

ভারতীয় উপমহাদেশ সম্পর্কে গবেষণায় উঠে এসেছে, বর্তমানে এই অঞ্চলে ৪০০ কোটি মানুষ বাস করছেন। ২০৫০ সালের মধ্যে এই সংখ্যা ৫০০ কোটিতে পৌঁছবে। কিন্তু তারপর থেকে আবার তা কমতে শুরু করবে।

এ বিষয়ে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আদ্রিয়ান র‌্যাফটারি বলেন, ‘চলতি শতাব্দিতে পৃথিবীর জনসংখ্যা স্থির না হওয়ার সম্ভাবনা ৭০ শতাংশ। এর মানে হলো আন্তর্জাতিক পর্যায়ের এজেন্ডা থেকে বাদ পড়ে যাওয়া জনসংখ্যা ইস্যুটি এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।’

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব উন্নয়ন সম্পর্কিত জাতীয় ইনস্টিটিউট ও আয়ার‌ল্যান্ডের সায়েন্স ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় পরিচালিত গবেষণাটি সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে। সূত্র: আইএএনএস

Facebook
Twitter
WhatsApp