যেখানে জন্ম নিলে এখন থেকে ফ্রিতে বিমানে করে দেশ-বিদেশে ঘুরতে পারবেন!


জানা-অজানাঃ

আপনি বিমানে কতবার চড়েছেন? যদি চড়ে না থাকেন তাহলে মাঝে-মাঝেই বিমানে চড়ার অনেক স্বপ্ন জাগে মনে তাইনা? আর যদি চড়েই থাকেন তাহলে কতবারই বা চড়েছেন? অবার অনেকর হয়তো একবারও চড়া হয়ে ওঠেনি বিমানে।

যেটাই হোক, বিমানে চড়াটা তো খরচ সাপেক্ষও বটে। অনেক টাকা খরচ হয়। মাঝেমাঝে মনে হয় না, ইস যদি একটু টিকিটের দাম কম হতো, তাহলে আপনি আরো বেশিবার বিমানে চড়তে পারতেন।

এমন ভাবনাটা কিন্তু মোটেই আকাশ কুসুম কল্পনা নয়। একটা জিনিস হলে আপনি বিনা খরচে বিমানে চড়ে দেশে-বিদেশে ঘুরে বেড়াতে পারেন! হ্যাঁ, নিয়ম আছে, যদি কারও জন্ম বিমানের মধ্যেই হয়, তাহলে তার কখনো বিমানের টিকিট লাগে না। সে দেশ-বিদেশের নানা জায়গায় ঘুরতে পারে। সব এয়ারলাইন্স অবশ্য এই সার্ভিস দেয় না।

যারা দেয়, সেইসব এয়ারলাইন্সের নাম হল – থাই এয়ারওয়েজ, এশিয়া প্যাসিফিক এয়ারলাইন্স, এয়ার এশিয়া আর পোলার এয়ারলাইন্স। ভার্জিন আটলান্টিক এয়ারলাইন্সও এই সুযোগ দেয়। তবে সেটা ২১ বছর বয়স পর্যন্ত।

Facebook
Twitter
WhatsApp