প্যারাসুট ছাড়াই আকাশ থেকে নীচে পড়েও অবিশ্বাস্যভাবে জীবিত!

জানা অজানা ডেস্ক- ২৩ বছর ধরে চাকরি করেন বিমানকর্মী হিসেবে ভেসনা ভুলোভিচ নামে এক যুবতী। সেদিন, ডনেল ডগলাস ডি সি-৯-৩২ বিমানটিতে ডিউটি ছিল অন্য এক যুবতীর। যার নামও ছিল ভেসনার নামের সঙ্গে পুরো মিল- ‘ভেসনা’। কিন্তু ভুল করে ভেসনা ভুলোভিচই কাজে যোগ দেন ঐ বিমানে।কাজে যোগ দিয়েই ভেসনা ভুলোভিচের জীবনে ঘটে গেল এক অবিশ্বরণীয় ঘটনা। ডনেল ডগলাস ডি সি-৯-৩২ বিমানটি ৩৩,৩৩৩ ফুট উপরে দিয়ে আকাশে উড়ার সময় আকস্মিক আকাশ থেকে বিধ্বস্ত হয়ে পড়ে যায় নীচে। দুর্ঘটনায় বিমানে থাকা সবাই (মোট ২৭ জন) মারা যায়। কিন্তু একমাত্র বেঁচে যান ভুলোভিচ।

ঘটনাটি ঘটেছে অনেক বছর আগে। সময়কাল ২৬ জানুয়ারি ১৯৭২। সেদিন প্যারাসুট ছাড়াই আকাশ থেকে ৩৩,৩৩৩ ফুট নীচে পড়েও অবিশ্বাস্যভাবে প্রাণে বেঁচে যান ভেসনা ভুলোভিচ। তাকে যিনি উদ্ধার করেন তিনি হলেন ব্রুনো হেঙ্কে।

ব্রুনো হেঙ্কে বলেন, ‘ভুলোভিচ ছিলেন ভেঙে যাওয়া বিমানের ঠিক মাঝামাঝি। উইংয়ের ঠিক ওপরেই। তার দেহ ছিল আরেকটি মৃতদেহের ঠিক নীচে। এই অবস্থায় তাকে উদ্ধার করা হয়।’

উদ্ধারের পর ১৬ মাস কেটেছিল হাসপাতালে। আর তারমধ্যে ২৭ দিন কোমায় আচ্ছন্ন ছিলেন তিনি। প্রায় জীবনমৃত অবস্থা থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেন।

Facebook
Twitter
WhatsApp