পৃথিবীর সবচেয়ে দামী সাবান

একটা গায়ে মাখার সাবানের দাম কত হতে পারে? এ প্রশ্নের উত্তর, কত আর, ২০ টাকা থেকে শুরু“ করে হাজার টাকা পর্যন্ত হতে পারে। কিন্তু এবার মাত্র এক শ’ গ্রাম ওজনের একটা সাবানের দাম শুনে সবার চোখ কপালে উঠতে পারে। সাবানটির দাম দুই হাজার ৮শ’ ডলার। সম্প্রতি কাতারের রাজ পরিবারের এক সদস্য এ সাবানটি তৈরি করেছে। এটির নাম দেয়া হয়েছে কাতার রয়েল সোপ।
তৈরির পর বিশ্বের সবচেয়ে দামী সাবানের তকমা পেয়েছে সাবানটি। এখন প্রশ্ন আসতে পারে, সাবানটি আসলে কি দিয়ে তৈরি, যে এত দাম হবে? খবরে বলা হয়েছে, এই সাবান তৈরিতে অলিভ অয়েলসহ অন্যান্য তেল এবং এগারোটি সুগন্ধী গাছের নির্যাস ব্যবহার করা হয়েছে। আরও ব্যবহার করা হয়েছে, খাঁটি মধু, পাঁচ গ্রাম স্বর্ণ, সতেরো গ্রাম রুপা এবং হিরার পাউডার। শুক্রবার কাতারের রাজধানী দোহার এক প্রদর্শনী কেন্দ্রে এটি রাখা হয়েছে।
১৮৪০ সাল থেকে লেবাননে সাবান তৈরি করে আসছে কাতারের আমির পরিবারের সদস্যরা। তাদের হস্তশিল্পকে বিশ্ব দরবারে তুলে ধরতে হাতে তৈরি সাবানকে বেছে নিয়েছেন তাঁরা। প্রস্তুতকারকরা জানিয়েছে, সাবানটি ত্বকের জন্য বেশ উপকারি। এতে ভেষজ উপাদান রয়েছে। তবে তারা স্রেফ ব্যবসার খাতিরে সাবানটি তৈরি করেনি বলে দাবি করেছেন। কাতারকে বিশ্ব দরবারে অন্যভাবে তুলে ধরতে এ প্রয়াস বলে উল্লেখ করা হয়েছে। বিবিসি ও গালফ টাইমস অনলাইন।

Facebook
Twitter
WhatsApp