সম্পাদনা, আজিজুলহাকিম বাদলঃ
জাফলং, রাতারগুল সোয়ামফরেস্ট,পান্তুমাই ঝর্ণা, বিছনাকান্দি
কিভাবে যাওয়া যায়:
গোয়াইনঘাট উপজেলা থেকে নদী পথে। সিএনজি, লেগুনা, লাইটেস ইত্যাদির মাধ্যমে সহজে যাওয়া যাবে।
জাফলং, রাতারগুল সোয়াম ফরেস্ট, বিছনাকান্দি ও পান্তুমাই ঝর্না যাহা গোয়াইনঘাটর উপজেলার পর্যটন কেন্দ্র হিসেবে আখ্যায়িত হয়েছে। গাছপালা, তরু-লতায় ভরপুর এই পর্যটন এলাকাগুলো। এছাড়া প্রত্যেক মৌসুমে বিদেশী অথিতি পাখির আগমণ ঘটে। এর অপরূপ সৌন্দর্য মানুষের মনকে আনন্দে সহজে কেড়ে নেয়।
অবস্থান:
গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেহপুর ইউনিয়নের রাতারগুল নামক স্থানে সোয়াম ফরেষ্ট অবস্থিত।
সিলেটের সীমন্তাবর্তী উপজেলা গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউপির একটি গ্রাম পান্তুমাই। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে খড়স্রোতা পিয়াইন নদী।
পাশের দেশ ভারতের মেঘালয় রাজ্যের সু-উচ্চ পাহাড় যেনো পান্তুমাই গ্রামের উপর দাড়িয়ে আছে। পিয়াইন নদীর মূল জলধারা এই মেঘালয়ের ঝর্ণাগুলো থেকেই সৃষ্ট। মেঘালয় রাজ্যের ইস্ট খাসিয়া হিল জেলার পাইনেচুলা থানার অন্তগর্ত পাহাড়ী ঝর্ণা বপহিল।
এই বপহিল ঝর্ণাটাই আমাদের পান্তুমাই গ্রামে থেকে দেখা যায় বলে আমরা একে বলে থাকি পান্তুমাইয়ের ঝর্ণা বা পান্তুমাই ঝর্ণা।
মূলত আমরা এই ঝর্ণার পানি পাই আর সৌন্দর্য্য দেখতে পারি, ওকে হাতে ছুয়ে দেখতে হলে ভিসা পাসপোর্ট ইত্যাদি ঝামেলাটা থেকেই যায়।
ভ্রমণ পর্যটন বিভিন্ন দর্শনীয় স্থানে কিভাবে যাবেন, কোথায় অবস্থিত বিস্তারিত সঠিক তথ্য পেতে চোখ রাখুন Press Riderz এর চোখে….
সূত্রঃব্লগ